ভারতের বাজারে বর্তমানে একাধিক বাইক উপলব্ধ থাকলেও Hero Splendor-এর চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। জ্বালানি তেলের উর্ধমূল্যের কারণে বেস্ট মাইলেজের এই বাইকটি প্রত্যেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি এবার নতুন Hero Splendor লঞ্চ করতে চলেছে। তবে কবে নাগাদ হিরোর এই নতুন গাড়ি বাজারে উপলব্ধ হবে তা জানায়নি কোম্পানিতে। এদিকে গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের আগস্টে বাজার কাঁপাতে নতুন বাইক লঞ্চ করবে হিরো। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, হিরোর নতুন এই বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
প্রথমেই যদি গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে পুরনো গাড়ির সঙ্গে নতুন গাড়ির ইঞ্জিনের কোন পার্থক্য থাকবে না বলে মনে করা হচ্ছে। 124.7cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে গাড়িটি নির্মাণে। যা 10.73bhp শক্তি এবং 10.6Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে।
এছাড়া যদি ডিজিটাল ফির্চাস সম্পর্কে বলি, তবে এই বাইকে আপনি অনেকগুলি সুবিধা পেতে চলেছেন। যার মধ্যে ABS ব্রেকিং সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল গেজ, রিয়েল টাইম মাইলেজ, ইঞ্জিন ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর, স্মার্টফোন কানেক্টিভিটির মতো দুর্দান্ত ফির্চাস পাবেন।
যদি দুর্দান্ত এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হয়, তবে গাড়িটি সরাসরি TVS Raider, Bajaj Pulsar, Honda SP125 গাড়িগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। তবে কবে নাগাদ গাড়িটির বিক্রি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানি। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে আপনি চাইলে গাড়িটি 1 লাখ থেকে 1.20 লাখ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন।







