দেশের বাজারে বর্তমানে একাধিক স্মার্টফোন উপলব্ধ থাকলেও একটি বড় অংশে 5G ফোনের ঘাটতি রয়েছে। এবার সেই ঘাটতি পূরণ করতে দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করল স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। দেশের সবচেয়ে মিনি 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই জনপ্রিয় কোম্পানিটি। জানা যাচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাটারী এবং গোল্ড-ব্ল্যাক কালারের ভেরিয়েন্টে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে নোকিয়ার মিনি স্মার্টফোন Nokia 7610 5G। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, নোকিয়ার দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
প্রথমেই যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা বাস্তব ছবি এবং জীবন্ত রঙ ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের প্রসেসরের কথা বলি, তবে স্মুথ ভাবে ফোনটিকে পারফরমেন্স করাতে এতে 888+ চিপসেট ব্যবহার করা হয়েছে।

যদি নোকিয়ার দুর্দান্ত এই স্মার্টফোনের র্যাম এবং ইন্টারনাল স্টোরেজদের কথা বলি, তবে এতে 8GB RAM এবং 128GB storage দেওয়া হয়েছে। এছাড়া ক্যামেরার কথা বলে, এতে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরের পাশাপাশি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর প্রদান করা হয়েছে। এছাড়া নোকিয়া তাদের দুর্দান্ত এই স্মার্টফোনে 6,800mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে এতে কি ফেস অ্যানালক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5.2, এনএফএস, ইউএসবি পোর্টের মত অত্যাধুনিক সুবিধা লক্ষ্য করা যাবে।







