বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক সুপার কার লঞ্চ করেছে জাপানি গাড়ি উৎপাদন কোম্পানি Maruti Suzuki। যার মধ্যে Maruti WagonR হলো এই কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর মধ্যে একটি। তবে এবার আরও একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে Maruti। WagonR-এর ফ্লেক্স-ফুয়েল হ্যাচব্যাক গাড়ি লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বছরের শুরুর দিকে দিল্লি অটো এক্সপোতে সর্বজনীনভাবে উপস্থাপন করা হয়েছিল Maruti WagonR-এর ফ্লেক্স-ফুয়েল হ্যাচব্যাক গাড়িটি।

তবে গাড়িটি কবে নাগাদ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য প্রকাশ্যে আনেনি ভারতীয় এই কোম্পানিটি। মনে করা হচ্ছে, 2025 সালের মাঝামাঝি সময়ে দুর্দান্ত এই গাড়িটি ভারতের রাস্তায় চলতে দেখা যেতে পারে। সংস্থার তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লেক্স-ফুয়েল হ্যাচব্যাক গাড়ি লঞ্চ করতে পুরোপুরিভাবে প্রস্তুত আমরা। তবে এই ধরনের জ্বালানি সব পেট্রোল পাম্পে না থাকার কারণে কিছুটা সময় অপেক্ষা করতে হবে গ্রাহকদের। জ্বালানি তেল সহজলভ্য হলেই ভারতের রাস্তায় দেখা যাবে ফ্লেক্স-ফুয়েল হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি।
আমরা যদি আপনাদের ফ্লেক্স-ফুয়েল সম্পর্কে বলি, তবে এই জ্বালানি তেলে ইথানল-পেট্রোলের মিশ্রণ থাকবে। যার মধ্যে 20 শতাংশ (E20) – 85 শতাংশ (E85) থাকবে। ইথানল এবং পেট্রোলের সবমিশ্রণের ফলে পেট্রোল ইঞ্জিনের তুলনায় দৈনিক ভিত্তিতে 79 শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কম হবে বলে মনে করা হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, WagonR ফ্লেক্স ফুয়েল হ্যাচব্যাকটি জাপানের সুজুকি মোটর কর্পোরেশনের ইনপুট নিয়ে মারুতি সুজুকির ইন-হাউস ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। যা খুব শীঘ্রই ভারতের রাস্তায় সগৌরবে চলতে দেখা যাবে।







