টেক প্রেমীদের জন্য সুখবর। আগামী দিনে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাসের নতুন ফোন নিয়ে প্রকাশ্যে এসেছে বেশ কিছু তথ্য। ফোনটির ঝলক ইতিমধ্যে নেট মাধ্যমে দেখা গিয়েছে। এবারে কার্যত বিস্তারিত জানা গিয়েছে নতুন স্মার্টফোনটির ফিচার সম্পর্কে। সৌজন্যে গিকবেঞ্চ (Geekbench)।
ওয়ানপ্লাস শীঘ্রই তাদের নর্ড থ্রি স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এটি একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। এছাড়াও বিভিন্ন সূত্র থেকে প্রকাশ্যে এসেছে ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য। বলা ভালো তথ্য ‘লিক’ হয়েছে। ডিভাইসটির লাইভ ইমেজও ইতিমধ্যেই সামনে এসেছে। সম্প্রতি OnePlus Nord 3 গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছিল। ফলত নতুন করে বলার অপেক্ষা রাখে না যে ওয়ানপ্লাস নর্ড থ্রির অনেক ফিচারই সামনে চলে এসেছে। তাতে অবশ্য কোম্পানিরই ভালো হতে পারে। কারণ, একাধিক উন্নত মানের ফিচারের সম্ভাবনা ক্রেতাদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করতে পারে। ফলে বাড়তে পারে বিক্রি।
CPH2493 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনটি গিকবেঞ্চ ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি ডিভাইসের ইউরোপীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। এটিতে k6983v1_64 কোডনেমের একটি মাদারবোর্ড রয়েছে এবং চিপসেটটিতে ১.৮০ গিগাহার্টজে প্রসেস হওয়া চারটি কোর, ১.৮৫ গিগাহার্টজে রান করা তিনটি কোর এবং ৩.০৫ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি প্রাইমারি কোর ইনবিল্ড করা রয়েছে। দুইয়ে দুইয়ে চার করছেন টেক বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে আসন্ন এই ফোনে। বেঞ্চমার্ক থেকে আরও জানা গিয়েছে, নর্ড ৩-এ ১৬ জিবি র্যাম থাকার সম্ভাবনা প্রবল। এর আগে ওয়ানপ্লাসের নর্ড ফোনে কখনও এতো পরিমাণ র্যাম দেওয়া হয়নি। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলেও উল্লেখ করা হয়েছে। গিকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে ওয়ানপ্লাস নর্ড ৩ যথাক্রমে ১ হাজার ১৫৩ এবং ৩ হাজার ১৮০ নম্বর পেয়েছে।
অনুমান করা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড থ্রি হয়তো চীনের বাজারে বিক্রি হওয়া OnePlus Ace 2V -এর কোনও নতুন সংস্করণ। সেই সম্ভাবনার সূত্র ধরে মনে করা হচ্ছে নতুন ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা হতে পারে ফোনটির অন্যতম ফিচার। যার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার এমএএইচ-এর ব্যাটারি থাকতে পারে।







