বর্তমানে ভারতের বাজারে ক্লাসিক বাইকের তকমা একাই মাথায় নিয়ে রেখেছে Royal Enfield। বিগত কয়েক দশক ধরে তরুণদের ক্লাসিক বাইকের চাহিদা পূরণ করে চলেছে এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানিটি। তবে খুব শীঘ্রই ভারতের বাজারে Royal Enfield-এর বড় প্রতিযোগী আসছে বলে জানিয়েছে Bajaj। কোম্পানির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের জুলাই মাসে Bajaj Triumph নামের বাইক লঞ্চ হবে ভারতীয় বাজারে।
যেটি Royal Enfield-এর মতো শক্তিশালী বাইকের সাথে প্রতিযোগিতা করবে বলেও জানানো হয়েছে। এক রিপোর্ট থেকে জানা গেছে, এই এন্ট্রি লেভেল বাইকের নাম ‘Bonneville’ রাখতে পারে Bajaj Triumph। ভারতের বাজারে ক্লাসিক গাড়ির চাহিদা পূরণ করতে বাজাজ যে দুর্দান্ত গাড়িটি লঞ্চ করতে চলেছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুর্দান্ত সেই বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গাড়িটিতে অল-ডিজিটাল কনসোল, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম, স্লিপার ক্লাচ, ইউএসডি ফ্রন্ট ফর্কস, ব্লুটুথ, 17-ইঞ্চি চাকা, মনোশক রিয়ার সাসপেনশন, এলইডি হেডল্যাম্প ইত্যাদি বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হবে ভারতীয় বাজারে।
দুর্দান্ত এই মডেলের গাড়িটির নির্মাণের ইতিহাস সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, Royal Enfield-এর চির প্রতিদ্বন্দি এই গাড়িটির নির্মাণ হবে ভারতের পুনের কাছে চাকানে বাজাজের নিজস্ব কারখানায়। এই মডেলের গাড়িটি উৎপাদন শুরু করার জন্য ২০২০ সাল থেকে কাজ শুরু করেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। উচ্চগতির এই গাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যে ভারত সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন Bajaj। কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে, তাদের এই সুপার গাড়িতে 411cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। যেটি ভারতীয় বাজারে 2.25 লাখ টাকায় বিক্রি হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।







