ওল্ড ইজ গোল্ড, নোকিয়ার এই নতুন ফোন কেনার পরেও বেঁচে যাবে মাস মাইনের অনেকটা টাকা

সময় সব সময় এক যায় না। নোকিয়ার মতো বিশ্ব বিখ্যাত কোম্পানির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এখন সময় ফোন প্রস্তুতকারক কোম্পানির মধ্যে অন্যতম সেরা হিসেবে গণ্য…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সময় সব সময় এক যায় না। নোকিয়ার মতো বিশ্ব বিখ্যাত কোম্পানির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এখন সময় ফোন প্রস্তুতকারক কোম্পানির মধ্যে অন্যতম সেরা হিসেবে গণ্য করা হতো নোকিয়ার নাম। মাঝে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি কোম্পানি। ক্লাসিক ফোনের পাশাপাশি নোকিয়া শুরু করে আধুনিক স্মার্টফোনের প্রোডাকশন। আগামী দিনে আরও চমক দিতে পারে নোকিয়া, এমনটাই আশা করছে ওয়াকিবহাল মহল।

Advertisements

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নোকিয়া শিগগিরই তার পুরানো মডেলের নোকিয়া ৭৬১০- কে বাজারে নতুন রূপে ফিরিয়ে আনতে চলেছে। নকিয়া ৭৬১০ প্রো কিং মোবাইলের আপডেট সংস্করণ উন্মোচন করে গ্রাহকদের চমক দেওয়ার পথে রয়েছে কোম্পানি। ইতিমধ্যে ফাঁস হয়েছে সেই ফোনের ছবি।

Advertisements

নোকিয়া ৭৬১০ প্রো কিং মোবাইল ফোনে ক্লাসিক লুকের সঙ্গে থাকবে আধুনিকতার ছোঁয়া। তবে ফিচারের কোনো অভাব হবে না বলেই মনে করা হচ্ছে। ফোনটিতে থাকতে চলেছে ছোট ২.১ ইঞ্চি এলসিডি স্ক্রিনের ডিসপ্লে। যা ১৭৬*২০৮ পিক্সেল রেজোলিউশন প্রদান করতে চলেছে। মোবাইলের অপারেটিং সিস্টেম হিসেবে নোকিয়া এতে লেটেস্ট অপারেটিং সিস্টেম সরবরাহ করবে। মোবাইলটিতে ৮ মেগাপিক্সেল ইন্টারনাল স্টোরেজ দেওয়া যাবে। নোকিয়া ৭৬১০ প্রো কিং ফোনটিতে ৯০০ এমএএইচ ব্যাটারি সহ আপগ্রেড মডেলের ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে প্রতিষ্ঠানটি। ক্যামেরাও দেওয়া থাকবে। তবে সেটা না বলার মতোই। ১ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া থাকতে পারে ফোন।

এই ফোনের মাধ্যমে আপনি থ্রিজিপি, এমপি৪, এমপিথ্রি অডিও প্লে করতে পারবেন এবং গান শুনতে পারবেন। এফএম রেডিও উপভোগ করা যায়। ফিচার শুনেই মোটামুটি অনুমান করতে পারছেন না যে বিশাল কিছু হবে না। আশা করা হচ্ছে এই ফোনের দাম ৫ হাজার টাকার মধ্যেই হতে চলেছে। অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনের পাশাপাশি লোকাল দোকান থেকে ফোন কিনতে পারেন। তবে অফিশিয়াল ওয়েবসাইটে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনটি লঞ্চ ও আর্কিটেকচারাল প্রাইসের তথ্য আপডেট করা হয়।

Advertisements