TATA, Mahindra-র সঙ্গে সরাসরি টক্কর! বাজার কাঁপাতে আসছে মারুতির আরও একটি গাড়ি

চিরাচরিত ভাবনার থেকে বেরিয়ে কাজ শুরু করেছে মারুতি সুজুকি। প্রায় প্রতি সেগমেন্টে কিছু না কিছু গাড়ি লঞ্চ করছে ভারতীয় গাড়ি বাজারের বেস্ট সেলিং কোম্পানি। অফ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

চিরাচরিত ভাবনার থেকে বেরিয়ে কাজ শুরু করেছে মারুতি সুজুকি। প্রায় প্রতি সেগমেন্টে কিছু না কিছু গাড়ি লঞ্চ করছে ভারতীয় গাড়ি বাজারের বেস্ট সেলিং কোম্পানি। অফ রোডিং সেগমেন্টে দীর্ঘ দিন মারুতির নতুন কোনো গাড়ি ছিল না। সেই অভাব পূর্ণ করে দিচ্ছে সুজুকি জিমনি। গাড়িটি সারাসরি মাহিন্দ্রা থারের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Advertisements

কোম্পানির আগামী গাড়িটিও ইউটিলিটি ভেহিকল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সেগমেন্টে ভারতের দুই কোম্পানি টাটা এবং মাহিন্দ্রার একাধিক অপশন রয়েছে। তাদের বিরুদ্ধে সরাসরি টক্কর দিতে চলেছে মারুতি।

Advertisements

কিছু রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকি ইন্দোনেশিয়ার বাজারে তার আধুনিক প্রযুক্তির মারুতি সুজুকি এক্সএল ৭ এমপিভি গাড়ি লঞ্চ করেছে। যার ফলে ভারতীয় বাজারে এটি চালু হওয়ার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরানো এক্সএল ৬-এর আদলে এই গাড়ি তৈরি করবে মারুতি কোম্পানি। আগের চেয়ে আরও ভালো কিছু ফিচার ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে বাজারে আসতে পারে গাড়িটি। ২০২৩ সালেই ভারতীয় বাজারে মারুতি কোম্পানির নতুন গাড়িটি আসতে পারে।

মারুতি সুজুকি এক্সএল ৭ এমপিভি-তে রয়েছে বোল্ড ও আগ্রাসী ফ্রন্ট গ্রিল, স্মুথ এলইডি হেডলাইট এবং মোটা বাম্পার। গাড়িটিতে স্কিড প্লেট, রুফ রেল এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল রয়েছে, যা এটিকে স্পোর্টি এবং প্রিমিয়াম লুক প্রদান করছে। এক্সএল ৭ – এর পিছনের ডিজাইনটিও বেশ চোখে পড়ার মতো। একটু বড় মাপের এলইডি টেললাইট রয়েছে গাড়িতে। এই গাড়িটি প্রায় ১৩ লক্ষ টাকা থেকে ১৬ লক্ষ টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements