OnePlus Nord 3: DSLR-এর নানি স্মরণ করাবে OnePlus-এর এই ফোন! শক্তিশালী ক্যামেরা সহ জেনে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস

বড় কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে iPhone কে টক্কর দিতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বাজারে লঞ্চ করছে OnePlus। যার মধ্যে OnePlus এর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বড় কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে iPhone কে টক্কর দিতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বাজারে লঞ্চ করছে OnePlus। যার মধ্যে OnePlus এর Nord ক্যাটাগরির স্মার্ট ফোন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। OnePlus Nord 1 এবং OnePlus Nord 2 স্মার্টফোনের অনুকরণে খুব শীঘ্রই বিশ্ব বাজারে OnePlus Nord 3 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জনপ্রিয় এই মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা। তবে বাজারে লঞ্চ হওয়ার পূর্বে ফোনটির একাধিক চোখ ধাঁধানো ফির্চাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি শক্তিশালী এই স্মার্টফোনের দুর্দান্ত ক্যামেরা সম্পর্কে বলি, তবে এতে 64MP প্রাথমিক সেন্সরের সাথে একটি 8MP সেন্সরের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি এতে 16MP একটি শক্তিশালী সেলফি ক্যামেরাও থাকবে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর ব্যাটারি থাকতে পারে।

Advertisements

এছাড়া যদি এই সুপার স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, OnePlus Nord 3 5G-তে একটি 6.7-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেখা যাবে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 5G SoC প্রসেসর দ্বারা চালিত হবেও মনে করা হচ্ছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে দুর্দান্ত এই স্মার্টফোনটির বিক্রয় মূল্য ভারতের বাজারে 30,000-40,000 টাকা পর্যন্ত হতে পারে।

Advertisements