ইয়ামা-বুলেটের শিয়রে শনি! বাজার গরম করতে আসছে Kawasaki W175

টু হুইলার মার্কেটে প্রতিযোগিতা এখন অনেক বেড়ে গিয়েছে। সময়ের সঙ্গে এবং বাজারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লঞ্চ করতে না পারলেই হোঁচট খাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাছাড়া…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

টু হুইলার মার্কেটে প্রতিযোগিতা এখন অনেক বেড়ে গিয়েছে। সময়ের সঙ্গে এবং বাজারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লঞ্চ করতে না পারলেই হোঁচট খাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাছাড়া এখন অনেক স্টার্ট আপ শুরু হয়েছে দেশে। তাই নামকরা বা প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকেও নিত্য নতুন উদ্ভাবনের ব্যাপারে ভাবতে হচ্ছে। বিশ্ব বিখ্যাত কাওয়াসাকি ব্র্যান্ডও তার ব্যতিক্রমী নয়।

Advertisements

সম্প্রতি কাওয়াসাকি কোম্পানি আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনের বাইক কাওয়াসাকি ডব্লিউ ১৭৫ বাজারে এনেছে। বাইকটি খুব কম দামে আকর্ষণীয় ডিজাইনে পাওয়া যাচ্ছে। ইয়ামাহার আসন্ন বাইক আরএক্স ১০০ – এর প্রতিযোগিতা হিসাবে এই বাইকটি বাজারে আসতে চলেছে। কাওয়াসাকি ডব্লিউ ১৭৫ বাইকটিতে ব্যবহার করেছে সেরা কিছু ফিচার্স ও আকর্ষণীয় ডিজাইন। যার সুবাদে এটি আধুনিক ডিজাইন সেগমেন্টে বেশ জনপ্রিয় বলে বিবেচিত হচ্ছে। ওজনের দিক থেকে বুলেটের মতো বাইকগুলির চেয়ে অনেকটা হালকা কাওয়াসাকির এই নতুন বাইক।

Advertisements

কাওয়াসাকি ডাব্লু ১৭৫ ভারতে ১ লক্ষ ৮২ হাজার ৭৮৬  টাকায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যা 2 টি ভেরিয়েন্ট এবং 2 টি রঙে লঞ্চ করা হয়েছে। টপ ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে ১ লক্ষ ৮৫ হাজা ৮৫ টাকা থেকে। কাওয়াসাকি ডাব্লু ১৭৫ -এ রয়েছে ১৭৭ সিসির শক্তিশালী ইঞ্জিন, যা বিএস ৬ প্রযুক্তি মেনে তৈরি হয়েছে। বাইকটি 1১২.৮ বিএইচপি পাওয়ার এবং ১৩.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। একই সঙ্গে বাইকে ইন্সটল করা হয়েছে ১৭৭ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন। ট্রান্সমিশন অপশনের মধ্যে রয়েছে  -স্পিড গিয়ারবক্স যা ৭ হাজার ৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ১২.৮ বিএইচপি আউটপুট এবং ৬,০ আরপিএম-এ ১৩.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

Advertisements