Royal Enfield 350: ক্রুজার বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield! 350cc-র এই বাইক চুরি করবে লক্ষ্যাধিক তরুণীর মন

যদি ভারতের বাজারে এই মুহূর্তে সেরা ক্রুজার বাইকের কথা বলি, তবে প্রথমেই যে নামটি সবার আগে মনে পড়বে সেটি অবশ্যই Royal Enfield। আমরা আপনাদের জানিয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

যদি ভারতের বাজারে এই মুহূর্তে সেরা ক্রুজার বাইকের কথা বলি, তবে প্রথমেই যে নামটি সবার আগে মনে পড়বে সেটি অবশ্যই Royal Enfield। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বাজারে বাইক বিপ্লবের গোড়া থেকে Royal Enfield গ্রাহকদের ক্রুজার বাইকের চাহিদা পূরণ করে আসছে। বর্তমানে ভারতীয় এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানির একাধিক মডেলের গাড়ি ভারত সহ বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, Royal Enfield বিগত কয়েক বছরে তরুণদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ক্রুজার বাইক লঞ্চ করেছে।

Advertisements

ক্রুজার বাইকের রাজা Royal Enfield সম্প্রতি ভারত তথা বিশ্ব বাজারে Classic 350cc লঞ্চ করেছে। বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। আপনারা জানলে অবাক হবেন যে, Classic 350cc একমাত্র গাড়ি, যেটির সবচেয়ে বেশি ইউনিট বিক্রি করেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Royal Enfield Classic 350cc গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি ক্রুজার বাইকের রাজা Royal Enfield Classic 350cc গাড়ির মাইলেজের কথা বলি, তবে বাইকটি লিটার প্রতি তেলে 32 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া গাড়িটি সর্বোচ্চ 13 লিটার জ্বালানি তেল বহন করতে সক্ষম বলেও জানানো হয়েছে।

শক্তিশালী এই গাড়িটিতে একটি 349cc BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 20.2bhp শক্তি এবং 27Nm টর্ক জেনারেট করতে সক্ষম। দুর্দান্ত এই গাড়িটি ব্ল্যাক, ব্লু, রেড কালার সহ সর্বমোট 11টি রঙে উপলব্ধ রয়েছে। যদি দামের কথা বলি তবে জানলে অবাক হবেন, বিশ্বের অন্যতম সেরা এই ক্রুজার বাইকটির অন-রোড দাম মাত্র 2,76,194 টাকা।

Advertisements