KTM এর চেয়েও দুর্ধর্ষ লুক, তেমনই মাইলেজ, বাজার গরম করবে Bajaj এর এই বাইক

বছরের পর বছর ভারতীয় বাজারে রাজত্ব করেছে বাজাজ। চোখ ধাঁধানো বাইকের পরিবর্তে সাধারণ মানুষের প্রয়োজনীয়তাকে মাথায় রাখতো কোম্পানি। এখন সময় বদলেছে, তাই পলিসি বদলাতে হচ্ছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বছরের পর বছর ভারতীয় বাজারে রাজত্ব করেছে বাজাজ। চোখ ধাঁধানো বাইকের পরিবর্তে সাধারণ মানুষের প্রয়োজনীয়তাকে মাথায় রাখতো কোম্পানি। এখন সময় বদলেছে, তাই পলিসি বদলাতে হচ্ছে কোম্পানিকে। বর্তমান বাজারের গ্রাহকদের আকৃষ্ট করতে এবার একটু স্টাইলিশ বাইক তৈরির দিকে মন দিচ্ছে কোম্পানি।

Advertisements

কিছুদিন আগে সংস্থাটি বাজারে তাদের সেরা বাইক বাজাজ ক্লাইম্বার লঞ্চ করেছিল। যা ভারতীয় বাজারে ২ লক্ষ ৯৮ হাজার টাকা দামে উপলব্ধ ছিল। অন্যান্য বাইকের তুলনায় অনেকেই বাজাজের এই বাইককে বেছে নিয়েছিলেন। যদিও কোনও কারণে এই বাইকটির প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আরও একবার মিডিয়া রিপোর্টে খবর বেরিয়ে আসছে যে সংস্থাটি ক্লাইম্বার ২০২৩ নামে এই বাইকটি লঞ্চ করতে চলেছে।

Advertisements

সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই বাজাজ কোম্পানি সম্ভাব্যভাবে বাজারে বাজাজ ক্লাইমার ২০২৩ লঞ্চ করতে পারে, যা আগে প্রায় ৮০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম ছিল। যেখানে এখন সংস্থাটি প্রায় ৬০ কিলোমিটার মাইলেজ দিয়ে এটি তৈরি করতে পারে। কোনও পৃথক সংস্থার পক্ষ থেকে এটি চালু করার কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে রিপোর্ট এবং সংবাদ খবর অনুযায়ী শীঘ্রই এটি ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে বলে অনেকে মনে করছেন।

সংস্থাটি এর আগে একটি শক্তিশালী ১১৫ সিসি ইঞ্জিন ইনস্টল করেছিল বাইকে। তবে আগামী দিনে আসন্ন নতুন কলাইম্বারে ১১১ সিসি সেগমেন্টের ইঞ্জিন ইনস্টল করতে পারে কোম্পানি। তবে এর ইঞ্জিন এখনো নিশ্চিত হওয়া যায়নি। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে বাজাজ কোম্পানি শিগগিরই বাজারে আনতে যাচ্ছে বাজাজ ক্লাইম্বার ২০২৩, যার ডিজাইন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে প্রতিষ্ঠান। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কেটিএম-এর চেয়েও আকর্ষণীয় হতে পারে এই বাইকটির ডিজাইন।

Advertisements