দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। কোম্পানিটি এতকালের সবচেয়ে প্রিমিয়াম গাড়ি লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, Toyota-র জনপ্রিয় MPV, Innova HyCross-এর রিব্যাজড ভার্সন হতে চলেছে Maruti Suzuki-র এই গাড়িটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই গাড়িটি ভারতের বাজারে ‘Maruti Engane’ নামে লঞ্চ করা হবে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের এই নতুন প্রিমিয়াম গাড়িটি Toyota Innova HyCross গাড়ির সাথে পাল্লা দেবে।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 5ই জুলাই Maruti Suzuki তাদের বহু প্রতীক্ষিত Engage MPV নিয়ে আসছে দেশে। Toyota-র জনপ্রিয় MPV, Innova HyCross-এর রিব্যাজড ভার্সন হতে চলেছে এই প্রিমিয়াম গাড়িটি। আমরা আপনাদের আরও জানিয়ে রাখি, দুর্দান্ত এই গাড়িটিই হতে চলেছে Maruti Suzuki কোম্পানির ইতিহাসের সবচেয়ে বৃহৎ গাড়ি। প্রথমেই যদি গাড়িটির দামের কথা বলি, তবে 7 সিটারের এই গাড়িটি ক্রয় করতে আপনাকে 18.20 লক্ষ থেকে 29.50 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

যদি প্রিমিয়াম এই গাড়িটির বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে নতুন Maruti MPV 2.0-লিটার, 4-সিলিন্ডার অ্যাটকিনসন ও 2.0-লিটার পেট্রোল ইঞ্জিন নিয়ে আসবে। যা 186PS পাওয়ার জেনারেট করতে পারে এবং 206Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি দুর্দান্ত এই গাড়িটির কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে ADAS, 360 ডিগ্রি ক্যামেরা, Ottoman ফাংশন, 10 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ডায়ল-পেন প্যানোরমিক সানরুফের মতো আধুনিক সুবিধা দেখা যাবে। এছাড়া যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই গাড়িটিতে 6টি এয়ারব্যাগ থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।







