আজকাল প্রতিটা বাড়িতেই এমন একাধিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে যেটি কন্ট্রোল করতে ব্যবহার করতে হচ্ছে রিমোট। সাধারণত এসি, বৈদ্যুতিক পাখা কিংবা টেলিভিশন ব্যবহার করার ক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে রিমোটের ব্যবহার দেখা যায়। আর নির্দিষ্ট স্থানে বসে নৃত্য প্রয়োজনীয় জিনিসগুলি রিমোটের সাহায্যে অন অথবা অফ করার আনন্দ থেকে বঞ্চিত হতে চাননা কেউই। তবে যদি সেই হাতের রিমোটটি কোনক্রমে খারাপ হয়ে যায়, তখন সেটি প্রতিস্থাপন করতে ২০০ টাকা থেকে প্রায় ৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়। তবে আজ আমরা আপনাদের এই নিবন্ধে এমন কিছু ইনফরমেশন দিতে চলেছি, যেটি আপনার রিমোটের খরচকে কমিয়ে দেবে এক মুহূর্তে।
যদি আপনার বাড়িতে ব্যবহৃত রিমোটটি কিছুদিন কাজ করার পর অকেজো হয়ে যায়, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা আপনাদের বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে রিমোট মেরামতের টিপস সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
যদি এই মুহূর্তে আপনার হাতের রিমোটটি কাজ না করে তবে সর্বপ্রথম আপনি এর ব্যাটারির অংশের কভারটি খুলে ফেলুন। এর ব্যাটারির অংশের কভার খুললে আপনি একটি ধাতব স্প্রিংস এবং প্লেট দেখতে পাবেন। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, লোহার এই দুটি জিনিসের উপর কার্বনের প্রলেপ পড়েছে। যার কারনে রিমোটে নতুন ব্যাটারি থাকার সত্বেও সংযোগ পাচ্ছে না। ধাতব অংশগুলি থেকে মরিচা এবং কার্বন অপসারণ করতে আপনাকে স্যান্ডপেপারের একটি টুকরো দিয়ে এটি পরিষ্কার করতে হবে। এরপর যথারীতি আপনি আপনার রিমোটটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।
এছাড়া যদি আপনার রিমোটটির ব্যাটারি সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে এবং তাও যদি আপনার রিমোটটি কাজ না করে, তবে আপনাদের জন্য আরও একটি টিপস দিতে চলেছি আমরা। এর জন্য প্রথমেই আপনাকে আপনার রিমোটের সামনের দিকে লাগানো আইআর ব্লাস্টারের দিকে লক্ষ্য করতে হবে। যদি সেখানে ধুলো জমে থাকে, তবে নরম কাপড় দিয়ে সেটিকে পরিষ্কার করে নিতে হবে। এরপর দেখবেন আপনার রিমোটটি পুনরায় কাজ করছে। উল্লেখ্য, যদি রিমোটের আইআর ব্লাস্টারে ধুলো জমে থাকে, তবে এর সিগনাল আপনার টিভি কিংবা এসিতে পৌঁছায় না। যার কারনে আপনার মনে হতেই পারে রিমোটটি খারাপ হয়ে গেছে।







