বাজারে আসতে চলেছে নাথিং ফোন ২। ইতিমধ্যে ঘোষিত হয়েছে নতুন এই ফোনের আগমনের ক্ষণ। জুলাইয়ের ১১ তারিখে লঞ্চ হবে এই ফোন। এই পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটা পকেট ফ্রেন্ডলি হল নাথিং ফোন ১। দুরন্ত অফারে পাওয়া যাচ্ছে কোম্পানির এই বিশেষ ফোন।
অনলাইন মাধ্যমে ভালো অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে নাথিং ফোন ১। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে অফার সমেত এই ফোন। ফ্লিপকার্টে এই মুহূর্তে বিগ সেভিংস ডে সেল চলছে। নাথিং ফোন ১-এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটিতে অফার রয়েছে। সর্বোচ্চ ৮ হাজার টাকা ছাড়ে কিনতে পারেন ফোনটি। ফ্লিপকার্টে নাথিং ফোন 1-এর দাম রাখা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ২৯ হাজার ৩০০ টাকাতেও কিনতে পারবেন ফোনটি।
এই স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, যা গরিলা গ্লাস ৫- এর সঙ্গে দেওয়া রয়েছে। এছাড়াও এতে ১২০ হার্জের রিফ্রেশ রেট পাবেন। মোবাইলের অপারেটিং সিস্টেম- এতে কোয়ালকম এসএম ৭৩২৫- স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ ৫জি (৬এনএম) প্রসেস কোম্পানির পক্ষ থেকে দেওয়া আছে।
এই ভেরিয়েন্টের মোবাইলের র্যাম ও ইন্টারনাল স্টোরেজ যথাক্রমে ৮ জিবি ও ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি + ১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও র্যামের অপশনে মার্কেটে পাবেন। এই স্মার্টফোনের পিছনে ৫০ এমপির প্রধান ক্যামেরা এবং ৫০ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইনস্টল করা হয়েছে। ৪ হাজার ৫০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া রয়েছে। যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, টাইপ সি চার্জিং সকেট ফোনটিতে রয়েছে।







