গ্রাহকদের ধৈর্যের সীমা অতিক্রম হওয়ার পূর্বেই কথা রেখেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি Tecno Camon। চলতি বছর বিশ্ববাজারে 20 সেগমেন্টের তিনটি ফোন লঞ্চ করার ঘোষণা করেছিল কোম্পানিটি। যার মধ্যে Tecno Camon 20, Camon 20 Pro 5G এবং Camon 20 Premier 5G লঞ্চ করার কথা ছিল চলতি বছরের জুলাই মাসের মধ্যে। Tecno Camon 20 স্মার্টফোনটি মে মাসে লঞ্চ করার পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল Tecno Camon। যার ফলশ্রুতিতে সময়ের অনেক পূর্বেই Camon 20 Pro 5G স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিবন্ধের শুরুতে যদি আমরা বিশ্ববাজারে নতুন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বলি তবে আমরা জানলে অবাক হবেন, দুর্ধর্ষ এই স্মার্টফোনটি অবিশ্বাস্য ডিজাইনের সাথে বাজারে উপলব্ধ হবে। যা 6.67 ইঞ্চির ফুল অ্যামোলেট ডিসপ্লের সাথে বাজারে আসবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। যথা, 8GB RAM+128GB storage এবং 8GB RAM+256GB storage। দুর্দান্ত এই স্মার্টফোনটি আজ রাত 12টা থেকে অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে প্রী-বুকিং করতে পারবেন গ্রাহকরা।
যদি Camon 20 Pro 5G স্মার্টফোনের দুর্দান্ত ফির্চাসের কথা বলি, তবে এই ফোনে ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050-এর শক্তিশালী চিপসেট থাকবে। এছাড়া যদি ক্যামেরার কথা বলে, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। পাশাপাশি সেলফি তোলার জন্য Tecno তাদের এই স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরাও প্রদান করেছে।

বিশ্ববাজারে লঞ্চ হতে চলা এই দুর্দান্ত স্মার্টফোনের শক্তিশালী ব্যাটারি সম্পর্কে যদি বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh-এর বিশাল ব্যাটারি প্যাক দেখা যাবে ফোনটিতে। যদি দামের কথা বলি, তবে 8GB RAM+128GB storage এর জন্য 19,999 টাকা এবং 8GB RAM+256GB storage এর জন্য 21,999 টাকা খরচ করতে হবে।







