ইলেকট্রিক গাড়ির জগতে বিপ্লব আনতে চলেছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থার Toyota। বর্তমানে বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি উপলব্ধ থাকলেও চার্জের চিন্তা সম্পূর্ণ দূর করতে পারেনি কোন কোম্পানি। কম খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হলেও যেকোনো ইলেকট্রিক গাড়িতে সম্পূর্ণ চার্জ করতে 5-6 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ইচ্ছা থাকলেও অনেকেই ইলেকট্রিক গাড়ি ক্রয় করার ইচ্ছা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
তবে গ্রাহকদের এই সমস্যা সমাধানের সূত্র খুঁজে পেয়েছে জাপানের গাড়ি নির্মাণ সংস্থা Toyota। কোম্পানির তরফ থেকে এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের নতুন ইলেকট্রিক গাড়িটি সম্পূর্ণ চার্জে প্রায় 1200 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। শুধু তাই নয়, গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে মাত্র 10 মিনিট!
আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে বিশ্ববাজারে টেসলা একমাত্র কোম্পানি ছিল, যারা তাদের ইলেকট্রিক গাড়িটিকে 15 মিনিটের চার্জে 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পেরেছিল। এমন পরিস্থিতিতে Toyota বিশ্বের একমাত্র কোম্পানি হবে, যারা এই অসাধ্য সাধন করতে চলেছে।
উল্লেখ্য, জাপানি এই গাড়ি নির্মাণ কোম্পানির তরফে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, 2023 সাল শেষ হওয়ার পূর্বে তারা সম্পূর্ণ ভাবে ইলেকট্রিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। যদি Toyota-র অসাধারণ ওই গাড়ি সম্পর্কে বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 2026 সালের মধ্যে তারা দুর্ধর্ষ গাড়িটি লঞ্চ করবে বিশ্ববাজারে। গাড়িটিতে পরবর্তী প্রজন্মের ব্যাটারি ও সোনিক প্রযুক্তি সংযুক্ত করা হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদিও গাড়িটির প্রারম্ভিক মূল্য কত হতে পারে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি Toyota।







