লাগবে না কোনো ড্রাইভিং লাইসেন্স, আজকেই কিনুন 110KM রেঞ্জের এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার

বিগত কয়েক বছরে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ঘুম উড়েছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় করা অর্থ দিয়ে নিজের শখের ভাই অথবা স্কুটার কেনার স্বপ্ন পূরণ করলেও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক বছরে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ঘুম উড়েছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় করা অর্থ দিয়ে নিজের শখের ভাই অথবা স্কুটার কেনার স্বপ্ন পূরণ করলেও চালাতে ভয় পাচ্ছেন তারা। শুধুমাত্র অতি প্রয়োজনের সময় নিজের শখ পূরণ করছেন ভারতের সাধারণ নাগরিকরা। যদিও এই সমস্যার সমাধান ইতিমধ্যে পেয়েছে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি। জ্বালানী তেলের পরিবর্তে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারে ছেয়ে গেছে গোটা ভারতবর্ষ। তবে এই ইলেকট্রিক স্কুটার সমস্যায় পড়েছেন একাধিক গ্রাহক। অধিকাংশের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ইচ্ছা থাকলেও ড্রাইভ করতে পারছে না নিজের শখের স্কুটার।

Advertisements

আজ এই নিবন্ধে আমরা আপনাদের এমন একটি ইলেকট্রিক স্কুটারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি ড্রাইভ করতে কোন প্রকার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না আপনার। আজ্ঞে হ্যাঁ, Corrit ইলেকট্রিক সম্প্রতি এমন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করেছে, যেটি চালানোর জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। আপনি যদি 18 বছরের কম বয়স্ক বাচ্চাদের জন্য ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তবে Corrit Hover হবে আপনার জন্য সঠিক বিকল্প। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, এই ইলেকট্রিক স্কুটারের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-

Advertisements

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, নতুন এই ইলেকট্রিক স্কুটারে 25Ah-এর একটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা গাড়িটিকে সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে চলতে সাহায্য করে। জানলে অবাক হবেন, এই ইলেকট্রিক স্কুটার 0-25 কিমি প্রতি ঘন্টার স্পিড তুলতে মাত্র 3 সেকেন্ড সময় ব্যয় করে। গাড়িটি 12-18 বছরের তরুণ-তরুণীদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি নিরাপত্তার কথা বলি, সেক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারের দুই চাকাতে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ 300 কেজি ওজন নিয়ে চলতে সক্ষম এই ইলেক্ট্রিক স্কুটার। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে মাত্র 89,999 টাকা খরচ করে নিজের করে নিতে পারবেন বাজারের সেরা এই ইলেকট্রিকে স্কুটারটি।

Advertisements