লঞ্চ হল দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার, মাত্র 25 হাজারে কিনুন Avon e-Plus

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। যার ফলশ্রুতিতে বাজারে পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটারের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। যার ফলশ্রুতিতে বাজারে পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটারের চেয়ে সম্প্রতিকালে ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। কম খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় বলে সাধারন মানুষেরা আজকাল বেশি পছন্দ করছেন ইলেকট্রিক গাড়ি গুলোকে। তবে দামের বিচারে ইলেকট্রিক গাড়ি গুলি পেট্রোল ইঞ্জিনের গাড়িগুলোর মতোই। যার ফলে ইচ্ছা থাকলেও লক্ষাধিক টাকা ব্যয় করে ইলেকট্রিক গাড়ি কিনতে পারছেন না অনেকেই।

Advertisements

আজ আমরা এই নিবন্ধে এমন একটি ইলেকট্রিক স্কুটারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করতে সক্ষম। আসলে নতুন এই গাড়িটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র (দিল্লির এক্স শোরুম মূল্য) 25,000 টাকা। যা অন-রোড 29,000 টাকায় গিয়ে দাঁড়ায়। জানলে অবাক হবেন, দুর্দান্ত এই গাড়িটি শুধুমাত্র চার্জিংয়ের মাধ্যমেই নয়, চাইলে আপনি সাইকেলের মত প্যাডেলিং করেও চালাতে পারবেন।

Advertisements

আসলে নাম মাত্র মূল্যে এই গাড়িটি আপনার হাতে তুলে দিচ্ছে Avon। যদি এই নিবন্ধে গাড়িটির দুর্দান্ত স্পেসিফিকেশন সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই স্কুটারটি একটি 48V/12Ah লিথিয়াম আয়ন ব্যাটারি সহ আসে। যা একবার ফুল চার্জ হলে স্কুটারটিকে 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি পোর্ট, পুশ স্টার্ট, এলইডি লাইটের মতো বৈশিষ্ট্য দেখতে পাবেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই স্কুটারের দুই চাকাতে ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহার করেছে কোম্পানি।

Advertisements