লঞ্চ হতে চলেছে মাহিন্দ্রার ধাসু ইলেকট্রিক স্কুটার, দুশ্চিন্তায় নিদ্রাহীন রাত্রি যাপন Ola-র

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে নিদ্রাহীন রাত্রি যাপন করছেন মধ্যবিত্তরা। শখের গাড়িটি কোনরকমে ক্রয় করলেও চালাতে সাহস পাচ্ছেন না গ্রাহকরা। যার কারনে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে নিদ্রাহীন রাত্রি যাপন করছেন মধ্যবিত্তরা। শখের গাড়িটি কোনরকমে ক্রয় করলেও চালাতে সাহস পাচ্ছেন না গ্রাহকরা। যার কারনে বিগত এক বছরে রেকর্ড সংখ্যক হারে বিক্রি কমেছে পেট্রোল চালিত বাইক অথবা স্কুটারের। পক্ষান্তরে জ্বালানি তেলের দুশ্চিন্তা দূর করতে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে বেশি গ্রাহকরা। যদি রিপোর্টের কথা মানি, তবে জানলে অবাক হবেন বিগত কয়েক বছরে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণ ছেড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে।

Advertisements

যদি সূত্রের খবর বিশ্বাস করা হয়, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই Peugeot Kisbee ইলেকট্রিক স্কুটারের সাথে বৈদ্যুতিক টু-হুইলার সেগমেন্টে পা ফেলতে চলেছে Mahindra। এই মুহূর্তে যদি ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের কথা বলি, তবে Ola থেকে Ather বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। শুধু এখানেই শেষ নয়, সবচেয়ে কম দামে সেরা ফির্চাস অফার করার জন্য এই দুটি কোম্পানির স্কুটার বেশ পছন্দ করেছেন গ্রাহকরা। তবে ওলার মতো জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের দুশ্চিন্তা বাড়িয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে মাহিন্দ্রার ইলেকট্রিক স্কুটার। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, মাহিন্দ্রার ইলেকট্রিক স্কুটারের দাম, রেঞ্জ এবং স্পেসিফিকেশন-

Advertisements

Peugeot Kisbee ইলেকট্রিক স্কুটারের সাথে পা মিলিয়ে মাহিন্দ্রা যে ইলেকট্রিক স্কুটারটি বাজারে লঞ্চ করতে চলেছে, তাতে 1.6 kWh 48V লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে এক চার্জে গাড়িটি 42 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। শুধু তাই নয়, ভারতের বাজারে যে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হবে, তার রেঞ্জ আরও বৃদ্ধি করার কথা ভাবছে মাহিন্দ্রা।

মনে করা হচ্ছে, মাহিন্দ্রার নতুন এই ইলেকট্রিক স্কুটারে Ather 450X-এর মত অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত হবে। যেখানে ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেটের মত সুবিধা যুক্ত হবে। যদি দামের কথা বলি, তার ধারণা করা হচ্ছে মাহিন্দ্রার এই ইলেকট্রিক স্কুটারের মূল্য বাজারে লক্ষাধিক টাকার কাছাকাছি হতে পারে।

Advertisements