Simple One : অবিশ্বাস্য কম দামে অসাধারণ মাইলেজ, বাজারে ঘুরে দাঁড়াতে তুরুপের তাস

বছর দুই আগেই ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। এরপর চলতি বছরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে প্রবেশ করে Simple One ইলেকট্রিক স্কুটার। কিন্তু আবির্ভাবের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বছর দুই আগেই ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। এরপর চলতি বছরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে প্রবেশ করে Simple One ইলেকট্রিক স্কুটার। কিন্তু আবির্ভাবের পর আগের দাম দাম বেড়েছে বাহনের। আগে কোম্পানির ইলেকট্রিক স্কুটারের দাম ছিল ১.১০ লক্ষ থেকে ১.৪৫ লক্ষ টাকা। কিন্তু এখন সংস্থাটি জানিয়েছে স্কুটারটির দাম ১.৪৫ লক্ষ – ১.৬০ লক্ষ টাকা হতে চলেছে। যা আগের থেকে প্রায় ৩৫ হাজার টাকা বেশি। দাম বাড়ার কারণে সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার বুক করা বেশিরভাগ গ্রাহকই বুকিং বাতিল করে দিয়েছেন।

Advertisements

একাধিক বুকিং বাতিল হওয়ার ফলে পরিকল্পনা বদল করতে হচ্ছে কোম্পানিকে। সিম্পল এনার্জি খুব শিগগিরই সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের আরেকটি সংস্করণ চালু করতে চলেছে, যা এই বৈদ্যুতিক স্কুটারের একটি কম দামের সংস্করণ হবে। এই বৈদ্যুতিক স্কুটারটি দাম অনুযায়ী বাজারে অন্যান্য বৈদ্যুতিক স্কুটারের চেয়ে বেশি রেঞ্জ পাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

বর্তমানে সিম্পল এনার্জি দুটি বাজেট বৈদ্যুতিক স্কুটার নিয়ে কাজ করছে যা আগামী ৩-৪ মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। সিম্পল এনার্জির এই বাজেট ইলেকট্রিক স্কুটারে শুধুমাত্র একটি ফিক্সড ব্যাটারি ব্যবহার করা হবে, সেই সঙ্গে ব্যাটারি ক্যাপাসিটিও কমানো হচ্ছে। কম দামী স্কুটারটির ডিজাইন সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের মতোই হতে চলেছে বলে খবর। এ ছাড়া খুব শিগগিরই ভারতের বাজারে ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন বাজেটের ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ এবং পাওয়ার সিম্পল ওয়ান বৈদ্যুতিক স্কুটারের চেয়ে কম হবে। এর দাম ১ লক্ষ থেকে ১.২৯ লক্ষ টাকা হতে চলেছে। স্কুটারটির রেঞ্জ, টপ স্পিড, ব্যাটারি এবং ডিজাইনের সম্পূর্ণ বিবরণ লঞ্চের পরেই জানা যাবে।

Advertisements