বিগত এক বছরে একাধিক স্মার্টফোন নির্মাণ কোম্পানিকে বিট করে অবাক করে দিয়েছে Motorola। বিশেষ করে চীনের বাজার দখলের লড়াইয়ে রীতিমত উঠে পড়ে লেগেছে জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাণ কোম্পানিটি। সম্প্রতি চীনে একসাথে দুটি দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে Motorola। যেখানে Motorola Razr 40 Ultra স্মার্টফোনটি দুর্দান্ত ফির্চাসের জন্য গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনের কিলার লুক ইতিমধ্যে ঘায়েল করে ফেলেছে তরুণ প্রজন্মকে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Motorola Razr 40 Ultra স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-
প্রথমেই যদি Motorola Razr 40 Ultra ফোনের দুর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি, তবে এই স্মার্ট ফোনে 6.79 ইঞ্চির FHD+ pOLED প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের অনুভব করাবে। শুধু তাই নয়, দুর্দান্ত এই ডিসপ্লেটি 144Hz রিফ্রেস রেট সমর্থন করতে সক্ষম বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 7 প্রটেকশন সহ 3.6-ইঞ্চির বড় সেকেন্ডারি টাচস্ক্রীন দেওয়া হয়েছে। যেটি ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে।

যদি Motorola Razr 40 Ultra স্মার্টফোনের দুর্দান্ত প্রসেসরের কথা বলি, তবে এতে অত্যন্ত শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ফোনটিকে স্মুথ ভাবে চলতে সাহায্য করবে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। যেখানে 12MP+13MP ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 32MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। বাজার সেরা এই স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 3800mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ভারতীয় টাকায় ফোনটি কিনতে আপনাকে মাত্র 74,600 টাকা খরচ করতে হবে।







