ভারতের বাজারে জ্বালানি তেলের দুর্মূল্যের কারণে বর্তমানে পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ির চাহিদা কমতে শুরু করেছে। তার পরিবর্তে ইলেকট্রিক গাড়ি, বাইক অথবা স্কুটারের চাহিদা দিনের পর দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছে। ভারতের বাজারে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। শুধু তাই নয়, একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ বর্তমানে ভারতের বাজারে দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

তবে আজ আমরা এই নিবন্ধে এমন একটি দুর্ধর্ষ টেকনোলজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ব্যাক-আপ নিয়ে আপনি কখনও দুশ্চিন্তায় পড়বেন না। আসলে ইলেকট্রিক গাড়ির সবচেয়ে অসুবিধা হলো, গন্তব্যে পৌঁছানোর আগেই যদি এর চার্জ শেষ হয়ে যায়। কারণ, এখনও পর্যন্ত ভারতের রাস্তায় পেট্রোল পাম্পের মত ইলেকট্রিক চার্জ স্টেশন নির্মাণ করা সম্ভব হয়নি।

আর এই সুযোগটাই কাজে লাগাতে চলেছে ভারতের অন্যতম সেরা বাইক নির্মাণ কোম্পানি Bajaj। বিদেশের মাটিতে এই প্রযুক্তি চালু থাকলেও ভারতের মাটিতে প্রথম কোন কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত এই প্রযুক্তিযুক্ত করতে চলেছে। ইতিমধ্যে এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে Bajaj। আসলে বাজাজ তাদের গ্রাহকদের জন্য অদল-বদলযোগ্য ব্যাটারির ফির্চাস যুক্ত করতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটারে। যদি এই প্রচেষ্টা সফল হয়, তবে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে ব্যাটারির চার্জ শেষ হলেও আপনি এক মিনিটের মধ্যে নতুন ব্যাটারি যুক্ত করতে পারবেন স্কুটারে। ফলে নিশ্চিন্তে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। যা দেশের ইলেকট্রিক স্কুটার অথবা বাইক ইন্ডাস্ট্রির অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।







