ধীরে ধীরে ভারতের বাজারে Tata, Hyundai, Honda কোম্পানির সাথে প্রতিযোগিতায় লেগেছে ভারতীয় গাড়ি নির্মাণ কোম্পানি Maruti Suzuki। গাড়ি উৎপাদনের দিক থেকে বর্তমানে ভারতের সেরা কোম্পানি গুলির মধ্যে নাম লিখিয়েছে Maruti। সম্প্রতি Maruti Suzuki Fronx এবং Maruti Jimny নামে দুটি দামদার গাড়ি লঞ্চ করেছে এই সংস্থাটি। তবে বিক্রির দিক থেকে নিজেদের পুরোনো মডেল বাজিমাত করেছে চলতি বছরে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর মে মাসে সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে তৃতীয় স্থানে নাম লিখিয়েছে Maruti Suzuki WagonR। গাড়িটি ওই মাসে সর্বমোট 16 হাজার ইউনিট বিক্রি করেছেন Maruti। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, মারুতি সুজুকির 5 লাখের এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে-

যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি 999cc ইঞ্জিন সহ বাজারে উপলব্ধ রয়েছে। গাড়িটির শক্তিশালী এই ইঞ্জিনটি 65.71bhp-এর সর্বোচ্চ শক্তি এবং 89Nm টর্ক জেনারেট করতে সক্ষম। পাশাপাশি দুর্দান্ত এই ইঞ্জিনটি 5-স্পীড গিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদি দুর্দান্ত এই গাড়ির মাইলেজের কথা বলি, সেক্ষেত্রে এই গাড়িটি লিটার প্রতি তেলে 24.35 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। তবে এই গাড়িটির সিএনজি ইঞ্জিন লিটার প্রতি তেলে 34.05 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

যদি দুর্দান্ত গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে Maruti Wagon R গাড়ির সেন্টার কনসোলে একটি 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন থ্রি-স্পোক মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, অ্যালুমিনিয়াম ফিনিশ, স্পিডোমিটারের মতো আধুনিক সুবিধা রয়েছে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে বর্তমানে ভারতের বাজারে এর দাম 5 লাখ থেকে শুরু হয়ে 5.5 লাখ টাকা পর্যন্ত হয়।







