দামে সস্তা, মাইলেজে তাগড়া, মধ্যবিত্তের খরচ বাঁচাতে আসছে Hero-র নতুন বাইক

সময়ের সঙ্গে ভারতীয় গাড়ি বাজার এবং বাইকের বাজারে প্রবেশ করেছে একের পর এক কোম্পানি। তার মধ্যেও মাথা উঁচু করে রয়েছে Hero। বছরের পর বছর ধরে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সময়ের সঙ্গে ভারতীয় গাড়ি বাজার এবং বাইকের বাজারে প্রবেশ করেছে একের পর এক কোম্পানি। তার মধ্যেও মাথা উঁচু করে রয়েছে Hero। বছরের পর বছর ধরে ভারতীয় গ্রাহকদের জন্য পরিষেবা প্রদান করছে তারা। দীর্ঘ দিনের অভিজ্ঞতার দৌলতে Hero কোম্পানি জানে এ দেশের মানুষের চাহিদা কেমন। সেই কথা মাথায় রেখে আগামী দিনে কোম্পানি লঞ্চ করতে চলেছে ১২৫ সিসির নতুন বাইক।

Advertisements

হিরো মোটোকর্প ভারতীয় বাজারে একটি নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে বলে আগেই জানা গিয়েছিল। সে ব্যাপারে ক্রমে পাওয়া যাচ্ছে নতুন নতুন আপডেট। ১২৫ সিসি সেগমেন্টে নতুন মডেল আনতে চলেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে বাইকটির ঝলক মিলেছে বলে অনেকে দাবি করছেন। পরীক্ষামূলক উক্ত মডেলটি ক্যামোফ্লোসে দেখা গিয়েছিল, তবে ঢাকা থাকলেও বাইরে থেকেও বাইক সম্পর্কে অনেক কিছু আঁচ করতে পেরেছেন বাইক বোদ্ধারা।

Advertisements

আসন্ন হিরো ১২৫ সিসি বাইকটিতে সম্প্রতি লঞ্চ হওয়া এক্সট্রিম ১৬০ আর এর মতো বাইকের লুকের দিকে নজর রাখা হয়েছে। সুপার স্প্লেন্ডার এবং গ্ল্যামারের মতো হিরোর প্রথাগত বাইকগুলো থেকে দেখতে অনেকটা আলাদা হতে চলেছে বলে অনেকের অনুমান। অ্যালয় হুলের নকশা অনন্য এবং স্পোর্টি লুক থাকার সম্ভাবনা প্রবল। মনে করা হচ্ছে যে যে বাইকটিতে কেবল সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকছে, পিছনের চাকায় ড্রাম ব্রেক।

এটি হবে প্রথম ১২৫ সিসি হিরো বাইক যার পেছনে মনোশক সাসপেনশন সেটআপ থাকতে পারে। এই বাইকটিতে স্পোর্টি ট্যাঙ্ক এক্সটেনশন এবং আলাদা পিলিয়ন গ্রাবরুম রয়েছে বলে মনে করা হচ্ছে। যা ডিজাইনে আরও স্পোর্টি ফ্লেয়ার যুক্ত করে। আসন্ন এই বাইকের নাম এখনও জানা যায়নি। কোম্পানি হয়তো এখনও নতুন নাম দেয়নি। হিরো সর্বদা বাজেট প্রাইসের জন্য পরিচিত। এই বাইকটির দাম ৮৫ হাজার থেকে শুরু হবে ৯৫ হাজার টাকা পর্যন্ত পারে বলে অনুমান। সেই সঙ্গে লঞ্চ করা হতে পারে বাইকের বিভিন্ন ভেরিয়েন্ট।

Advertisements