বিগত কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে ইলেকট্রিক গাড়ি নির্মাণ প্রতিযোগিতায় নেমেছে একাধিক কোম্পানি। মূলত, জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে এই সেগমেন্টে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে কোম্পানিগুলি। যদি ভারতীয় বাজারের কথা বলি, তবে বর্তমানে একমাত্র টাটা কোম্পানি একের পর এক নিজেদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে বাজারে।

সোশ্যাল মিডিয়ার বদৌলতে নিঃসন্দেহে আপনারা জানতে পেরেছেন, খুব শীঘ্রই ভারতের বাজারে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করবে টাটা মোটরস। ইতিমধ্যে যার বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, টাটা ন্যানোকে পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ির তকমা নিজের করে নিয়েছে সুইজারল্যান্ডের একটি গাড়ি নির্মাণ কোম্পানি।

বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর অনুসারে, সুইজারল্যান্ডের মাইক্রো মোবিলিটি সিস্টেম নামক EV নির্মাতা প্রতিষ্ঠানটি খুব ছোট ইলেক্ট্রিক গাড়ি তৈরি করেছে। ইতিমধ্যে সেই গাড়িটির কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছে কোম্পানিটি। সম্প্রতি ইউটিউব মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে গাড়িটির দুর্দান্ত লুক এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখলে আপনি কখনোই গাড়িটির গেট খুঁজে পাবেন না। যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে।
যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, গাড়িটিতে মাত্র দুজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বর্গাকার এই গাড়িটি যে দুই সিটারের তা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে 235 কিলোমিটার রাস্তা পর্যন্ত অতিক্রম করতে সক্ষম হবে। যদি এই গাড়িটির দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে গাড়িটির দাম 12 লাখ টাকা পর্যন্ত হতে পারে।







