আরও সস্তা হয়ে গেল Xiaomi Smartphone, দোকানের বাইরে থাকবে উপচে পড়া ভিড়

যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। আগের থেকে কমে গেল Xiaomi Smartphone এর দাম। মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে ঘরে নিয়ে যেতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। আগের থেকে কমে গেল Xiaomi Smartphone এর দাম। মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে ঘরে নিয়ে যেতে পারবেন Xiaomi -এর এই দুরন্ত কনফিগারেশন যুক্ত ফোনটি। ফোনে কী কী ফিচার রয়েছে চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

জানা গিয়েছে Redmi 12 এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে TBH ৫,২৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৫১৬ টাকা)। এটি ব্ল্যাক, ব্লু এবং সিলভার কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Redmi 12 ফোনটিতে রয়েছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি + ২৪৬০ x ১০৮০ পিক্সেল ডিসপ্লে। রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট ব্রাইটনেস রয়েছে। এই ফোনে রয়েছে অক্টা-কোর হেলিও জি৮৮ প্রসেসর এবং ৮ গিগাবাইট পর্যন্ত RAM।

Advertisements

Redmi 12 অ্যান্ড্রয়েড ১৩ MIUI ১৪ দ্বারা চালিত। ক্যামেরা হিসেবে এই ফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ডুয়াল সিম সাপোর্টেড স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে। এই ফোনটি ডাস্ট এবং জল প্রতিরোধের জন্য IP ৫৩ রেট যুক্ত। নিরাপত্তার ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে সাইড মাউন্ট করা হয়েছে। এছাড়াও এই বাজেট স্মার্টফোনে রয়েছে এআই ফেস আনলক সাপোর্ট, ফোরজি এলটিই, Wi-Fi 802.11 b/g/n/ac, ব্লুটুথ ভি৫.৩ এবং এনএফসি সাপোর্ট।

Advertisements