6টি এয়ারব্যাগের সাথে ঠাসা ফির্চাস, লঞ্চ হল Hyundai-এর প্রিমিয়াম গাড়ি

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি Hyundai এবার ভারতের বাজার দখল করতে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে। নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV) ‘Exter’ লঞ্চ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি Hyundai এবার ভারতের বাজার দখল করতে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে। নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV) ‘Exter’ লঞ্চ করতে চলেছে Hyundai Motor India Ltd। ইতিমধ্যে নিজেদের স্পোর্টস গাড়ি লঞ্চ করার তারিখও ঘোষণা করেছে বিখ্যাত এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আগামী 10 জুন দেশের গাড়ির বাজারে নবনির্মিত এই SUV গাড়িটি লঞ্চ করবে তারা। আমরা আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে শ্রীপেরাম্বুদুরে অবস্থিত Hyundai Motor India Ltd-এ নির্মিত হচ্ছে অত্যাধুনিক গাড়িটি।

Advertisements

গাড়ি বিশেষজ্ঞদের মতে, Hyundai Exter দেশের গাড়ির বাজারে Tata Punch, Citroen C3-র মতো আরও একাধিক গাড়ির সঙ্গে প্রতিযোগীতা করতে চলেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, Grand i10 Nios এবং i20-এর পর Hyundai Exter সংস্থার তৃতীয় গাড়ি যেখানে কম্প্যাক্ট ডিজাইন দেখতে পাবেন ক্রেতারা। উল্লেখ্য, Hyundai Exter SUV ভারতে মোট পাঁচটি ভ্যারিয়েন্টে হাজির হবে। সেগুলি হল, EX, S, SX, SX(O) এবং SX(O) Connect।

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে 6টি এয়ারব্যাগের পাশাপাশি থাকবে ডুয়াল ক্যামেরা সহ ড্যাসক্যাম, টায়ার প্রেসার মনিটরিং, হিল অ্যাসিস্ট, 8 ইঞ্চি HD টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 4.2 ইঞ্চি মাল্টি ইনফরমেশন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, সানরুফ, ভয়েস কমান্ডের মতো দুর্দান্ত সুবিধা।

যদি শক্তিশালী এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে Hyundai Exter-এ 1.2L পেট্রল ইঞ্জিনের সঙ্গেই লঞ্চ করা হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বিখ্যাত ইঞ্জিনটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্থাটির পক্ষ থেকে নির্মীত Aura, Grand i10 Nios এবং i20 গাড়ির মডেলগুলিতে ব্যবহার করা হচ্ছে। ইঞ্জিনটি পেট্রলের ব্যবহারে 113.8 Nm টর্কের বিপরীতে 83 PS শক্তি এবং CNG-র ব্যবহারে 95.2 Nm টর্কের বিপরীতে 69 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে বলেও জানিয়েছে Hyundai।

Advertisements