দেশে ঢুকে পড়েছে বর্ষার মেঘ। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ভালো বৃষ্টি। এদিকে সামাজিক মাধ্যমে টিপ টিপ জলে আগুন ধরালেন পাকিস্তানের এক সুন্দরী অভিনেত্রী। দারুণ ভাবে নাচলেন বলিউডের বিখ্যাত গান ‘টিপ টিপ বার্সা পানি’-তে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক নাচের ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে বেশ কিছু ভিডিও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের। পাকিস্তানের সুন্দরী রমণীদের নাচের কৌশলে মুগ্ধ হয়ে রয়েছেন নেট দুনিয়ার একাংশ। সেই মুগ্ধতা কয়েক গুণ আরও বাড়িয়ে দিলেন সে দেশের জনপ্রিয় অভিনেত্রী অমর খান। নাচের ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে ইতিমধ্যে ভিউ ছাড়িয়েছে কয়েক মিলিয়ন। এমনকি যারা এই অভিনেত্রীর ভক্ত নন, তারাও এই নাচের ভিডিও দেখার পর এক বাক্যে প্রশংসা না করে পারেননি।
বলিউডের বহু গান বছরের পর বছর ধরে সমান ভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। বলিউডের সিনেমায় দেশে বিদেশে মজে থাকেন অনেকে। টিপ টিপ বার্সা পানি গানটি এখন পৌঁছে গিয়েছে প্রায় কিংবদন্তির পর্যায়ে। অগুনতি মানুষ পায়ে পা মিলিয়েছেন এই গানে। নামকরা শিল্পী থেকে শুরু করে উঠতি প্রতিভা, বহু ব্যক্তি এই গানের টানে কোমর দুলিয়েছেন। পাকিস্তানের এই সুন্দরী অভিনেত্রী নিজের সেরাটা দিয়েছেন গানের প্রতিটা শব্দকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। আর এই কাজে তিনি যে সফল সেটা ভিডিওটা একবার দেখলেই বোঝা যাচ্ছে। নেট পাড়ার অনেকেই প্রশংসা করে বলছেন, সেরা পাররম্যান্স।