বাচ্চা প্রসবে সাহায্য করতেই এক ব্যক্তিকে কৃতজ্ঞতা প্রকাশ করল গরু, ভিডিও ভাইরাল নেট পাড়ায়

এভাবেও কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। যেখানে একটি গরুকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এভাবেও কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। যেখানে একটি গরুকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওটি দেখার পর রীতিমতো অবাক হয়েছেন নেট পাড়ার কয়েক হাজার মানুষ। আমরা আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর যেকোনো প্রাণীদের অনুভূতির পাশাপাশি সুখ কিংবা দুঃখ রয়েছে। তারা সেটা মুখে বলে প্রকাশ করতে না পারলেও একাধিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি গরুর ভিডিও দেখে তা সহজেই অনুমান করতে পেরেছেন নেট প্রেমীরা।

Advertisements

আমরা আপনাদের বলি, Reddit-এ শেয়ার করা একটি ভিডিওতে বিশাল এক গাভীকে তার নবজাতক বাছুর সহ দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই নবজাতক বাছুরটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এক ব্যক্তি। তোয়ালে দিয়ে নবজাতকের গা মুছে তার পরিচর্যা করছেন ওই ব্যক্তি। সন্তান জন্ম দেওয়ার পর যারা ওই নবজাতকের পরিচর্যা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা গেছে ওই গাভীটিকে।

Advertisements

আজ্ঞে হ্যাঁ, Reddit-এ শেয়ার করা ভিডিওটি দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন, নবজাতকের মা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে। যখন ওই ব্যক্তি বাছুরটির পরিচর্যা করতে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তখনই মা গরুটি জিহ্বা দিয়ে ওই ব্যক্তির হাত অথবা কখনো মাথা চাটতে দেখা যায়। পাশাপাশি নবজাতকের পরিচর্যা করতেও পিছুপা হয়নি মা গরুটি।

Mama cow shows gratitude to the kind man who saved her and helped deliver her calf
by u/westcoastcdn19 in AnimalsBeingBros

ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, গরুটি যখন ওই ব্যক্তির হাত চেটে দিচ্ছে, তখন আনন্দে আপ্লুত হয়ে ব্যক্তিটি গরুর মাথায় স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন। ভিডিওটি ইন্টারনেটে দেখার পর এক ব্যক্তি লিখেছেন,’কত সুন্দর এই প্রাণীগুলোও কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে।’ অপর একজন লিখেছেন, ‘এটা কত খারাপ যে আমরা এই ধরনের প্রাণীদের ক্ষতি করি।’ জানলে অবাক হবেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 45 হাজার মানুষ ঘটনাটি উপভোগ করেছেন।

Advertisements