লঞ্চ হল বিপদজনক চেহারার Pulsar N250! শক্তিশালী ইঞ্জিন এবং অবিশ্বাস্য ফির্চাস দেখে অবাক হবেন আপনিও

বর্তমানে ভারতের বাজারে সেরা গাড়ি নির্মাণ কোম্পানির তকমা নিজের মাথায় রেখেছে Royal Enfield। তবে এই তালিকায় খুব একটা পিছিয়ে নেই ভারতীয় কোম্পানি Bajaj Auto। বিগত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতের বাজারে সেরা গাড়ি নির্মাণ কোম্পানির তকমা নিজের মাথায় রেখেছে Royal Enfield। তবে এই তালিকায় খুব একটা পিছিয়ে নেই ভারতীয় কোম্পানি Bajaj Auto। বিগত কয়েক বছর ধরে একের পর এক দামদার বাইক লঞ্চ করে ইতিমধ্যে Royal Enfield-এর সাথে তীব্র প্রতিযোগিতা করতে শুরু করেছে কোম্পানিটি। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Bajaj আজ পর্যন্ত সার্থকভাবে Pulsar গাড়ি বিক্রি করে একের পর এক রেকর্ড ভেঙেছে। জনপ্রিয় এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ঘটক ডিজাইন সহ অবিশ্বাস্য ফির্চাসের দানব বাইক লঞ্চ করবে তারা। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, বাজারে আসতে চলা Bajaj Pulsar N250cc গাড়ির দাম, বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে-

Advertisements

কোম্পানির তরফ থেকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে যদি শক্তিশালী এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই বাইকটিতে 249.7cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8750 rpm-এ 24 PS শক্তি এবং 6500 rpm-এ 21 Nm টর্ক জেনারেট করতে সক্ষম ৷ যদি সর্বোচ্চ গতির কথা বলি, তবে গাড়িটি সর্বোচ্চ 134 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম বলে দাবি করা হয়েছে কোম্পানি তরফ থেকে।

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে বলি, তবে এই গাড়িতে ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন যুক্ত করতে পারেন। যার মাধ্যমে আপনি গাড়িটির সমস্ত নেভিগেশন সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই গাড়িটি লিটার প্রতি তেলে প্রায় 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। এছাড়া দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এই গাড়িতে 14 লিটারের জ্বালানী ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্যাঙ্ক প্রদান করেছে কোম্পানি।

যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে দিল্লির এক্স শো-রুমে গাড়িটির বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে 1,50,432 টাকা। যা অন-রোড মূল্য 170695 টাকায় দাঁড়াবে। তবে একসাথে লক্ষাধিক টাকা ব্যয় না করে দুর্দান্ত এই গাড়িটি আপনি সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে 18,000 টাকা প্রদান করার পাশাপাশি 36 মাসের জন্য মাসিক 5,000 টাকা কিস্তি প্রদান করতে হবে আপনাকে।

Advertisements