বর্তমান যুগের তরুণদের মনের চাহিদা পূরণ করতে জাপানি বাইক নির্মাতা ইয়ামাহা তাদের 4 দশকের পুরোনো মডেল ‘অবতারকে’ নতুন রূপে উপহার দিতে যাচ্ছে। ইতিমধ্যে কোম্পানির চেয়ারম্যান ইশিন শিহানার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। BS6 ইঞ্জিন সহ নতুন Yamaha-র কিলার লুক, সবাইকে পাগল করে তুলবে বলে মনে করছেন কোম্পানির কর্মকর্তারা। আপনাদের জানিয়ে রাখি, Yamaha RX100 মডেলটি প্রথমবারের মতো ভারতের বাজারে 1985 সালে এসেছিল। তবে নির্মাণ শিল্পের কঠিন নিয়মের কারণে 1996 সালে নিজেদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় Yamaha।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি সম্পূর্ণ নতুন অবতারে এই রেট্রো ডিজাইন করা বাইকটি চালু করার পরিকল্পনা করছে। জানা যাচ্ছে, পুরনো গাড়ির মতো শব্দ একই রাখতে BS6 ইঞ্জিন ব্যবহার করা হবে জাপানি এই গাড়িতে। আপনাদের জানিয়ে রাখি, ইয়ামার হাতে বর্তমানে 125 cc, 150 cc এবং 250 cc ইঞ্জিন রয়েছে। এর মধ্যে যেকোনো একটি ইঞ্জিন অথবা কয়েকটি ভেরিয়েন্টে গাড়িটি বাজারে আনতে পারে ইয়ামাহা। তবে গাড়ি বিশেষজ্ঞরা অনুমান করছেন নতুন অবতারের গাড়িটিতে 125 cc বা 150 cc ইঞ্জিন ব্যবহার করা হতে পারে।

যদিও Yamaha-র তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি যে, কবে থেকে ভারতের বাজারে তাদের এই দামদার গাড়িটি উপলব্ধ হবে। তবে গাড়িতে নতুন সাসপেনশন সিস্টেম দেখা যাবে এটা নিশ্চিত। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, Yamaha RX100 গাড়িটি চলতি বছরের শেষে অথবা 2024 সালের প্রথমে ভারতের বাজারে উপলব্ধ হতে পারে। যদি গাড়িটিতে 125 cc বা 150 cc ইঞ্জিন ব্যবহার করা সেক্ষেত্রে ভারতীয় বাজারে গাড়িটির প্রারম্ভিক মূল্য হতে পারে 1 লক্ষ থেকে 1.25 লাখের মধ্যে।







