পাত্তা পাবে না iPhone, ১৪৪ MP ক্যামেরার এই ফোনই ধাঁধিয়ে যাবে চোখ

ভালো ফোন বললে অনেকের ভাবনায় সবার আগে আসে আইফোনের কথা। দাম যতই হোক না কেন প্রিমিয়াম ফোন বলতে আইফোনের কথা আগে ভেবে নেন অনেক। আইফোনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভালো ফোন বললে অনেকের ভাবনায় সবার আগে আসে আইফোনের কথা। দাম যতই হোক না কেন প্রিমিয়াম ফোন বলতে আইফোনের কথা আগে ভেবে নেন অনেক। আইফোনের অন্যতম বড় প্লাস পয়েন্ট ক্যামেরা। দুরন্ত ক্যামেরা কোয়ালিটির সঙ্গে প্রচুর ফিচার থাকে আইফোনে। সম্প্রতি নোকিয়া এমন একটা ফোন বাজারে আনছে যেটা আইফোনকে টেক্কা দিতে পারে। ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে নোকিয়ার এই ফোনে।

Advertisements

সবার আগে নজর কাড়বে Nokia Magic Max 5G স্মার্টফোনের লুক। ফোনের পিছনে থাকা ক্যামেরা সেট এবং ডিজাইন এনেছে প্রিমিয়াম লুক। দুর্দান্ত এই স্মার্টফোনে ৬.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে অফার করেছে কোম্পানি। স্ক্রিন প্রোটেকশনের জন্য সংস্থাটি কর্নিং গরিলা গ্লাস ৭ প্রস্তুত করেছে।

Advertisements

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং প্রসেসরে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ম্যাজিক ম্যাক্সের চালিকা শক্তি। বহু আলোচিত এই এই স্মার্টফোনে ১২ জিবি RAM ও ৮ জিবি RAM ছাড়াও পাবেন যথাক্রমে ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন।

স্মার্টফোনের পিছনে একটি তিন ক্যামেরা সেটআপ আকর্ষণের মূল কেন্দ্র বিন্দু। যার মূল ক্যামেরা ১৪৪ মেগাপিক্সেলের। যার মধ্যে আপনি ৩২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এ ছাড়া সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লাগানো হয়েছে।

Nokia magic max 5G

এই ডিভাইসে দেওয়া রয়েছে ৬ হাজার ৯০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি পাবেন যা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে । কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হচ্ছে। ফোনটি অবশ্যই ৫জি সাপোর্টেড।

Advertisements