সরকারের সিদ্ধান্তে বাড়ছে মহার্ঘ ভাতা, কোন বেতন বেড়ে কতো হচ্ছে জেনে নিন

নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের দারুণ উপহার দিতে চলেছেন বলে জানা গিয়েছে। কর্মীদের মহার্ঘ ভাতা (DA) সংশোধন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সেন্ট্রাল পাবলিক সেক্টর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের দারুণ উপহার দিতে চলেছেন বলে জানা গিয়েছে। কর্মীদের মহার্ঘ ভাতা (DA) সংশোধন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি ১৯৮৭ এবং ১৯৯৩ সালের ভিত্তিতে আইডিএ বেতন স্কেল পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। মহার্ঘ ভাতার হার সংশোধনের সুবিধা বোর্ড স্তর এবং বোর্ড স্তরের নীচের অফিসার এবং অসামরিক সুপারভাইজারদের জন্য উপলব্ধ হবে। ১ জুলাইয়ের ক্ষেত্রে তাদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

অফিস স্মারকলিপির ৪ নং প্যারা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। অফিস স্মারকের সংযুক্তি-৩-এ উল্লিখিত ডিএ স্কিম অনুযায়ী, ১০৯৯ (১৯৬০=১০০) এর ত্রৈমাসিক সূচক গড়ের উপরে মূল্য বৃদ্ধির ভিত্তিতে প্রতি বছর ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর থেকে ডিএ-র কিস্তি পরিশোধ করা হয়। ১৯৯২ সালের বেতন স্কেলের আইডিএ প্যাটার্নের আওতায় বোর্ড স্তরের পদে অধিষ্ঠিত সিপিএসই কর্মকর্তা এবং নন ইউনিয়নাইজড সুপারভাইজারদের জন্য প্রদেয় ডিএ হার নিম্নরূপ সংশোধন করা হতে পারে।

Advertisements

চলতি বছরের পয়লা জুলাই বিভিন্ন বেতন বিভাগের জন্য ডিএ হার হতে পারে কিছুটা এরকম: –

  • ৩৫০০ টাকা পর্যন্ত: ন্যূনতম ১৫৪২৮/- টাকা সাপেক্ষে বেতনের ৭০১.৯%।
  • ৩৫০০ টাকার বেশি এবং ৬৫০০ টাকা পর্যন্ত: ন্যূনতম ২৪৫৬৭/- টাকা সাপেক্ষে বেতনের ৫২৬.৪%।
  • ৬৫০০ টাকার বেশি এবং ৯৫০০ টাকা পর্যন্ত: ন্যূনতম ৩৪২১৬/- টাকা সাপেক্ষে বেতনের ৪২১.১%।

Da hike

চলতি বছরের পয়লা জুলাই থেকে নিউট্রালাইজেশনের পুরানো পদ্ধতিতে ৯৬ পয়েন্ট বৃদ্ধির জন্য প্রতি পয়েন্ট শিফটে ২.০০ টাকা হারে প্রদেয় আইডিএর পরিমাণ ১৯২ টাকা হতে পারে এবং এআইসিপিআই ৮৮১৩-এ প্রতি পয়েন্ট শিফটে আইডিএর পরিমাণ বোর্ড স্তরের পদগুলির জন্য ১৬২ টাকা হতে পারে।

Advertisements