মধ্যবিত্তের মন জয় করতে আসছে Honda Activa-র ছোটো বোন, সেই লেভেলের মাইলেজের সঙ্গে দাম খুব কম

হোন্ডা অ্যাক্টিভার সাফল্যের কথা সর্বজনবিদিত। ভারত সহ বাইরের বাজারেও দারুণ জনপ্রিয় হোন্ডার এই বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মাইলেজ স্কুটার। অ্যাক্টিভার সাফল্যের কথা মাথায় রেখে হোন্ডা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

হোন্ডা অ্যাক্টিভার সাফল্যের কথা সর্বজনবিদিত। ভারত সহ বাইরের বাজারেও দারুণ জনপ্রিয় হোন্ডার এই বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মাইলেজ স্কুটার। অ্যাক্টিভার সাফল্যের কথা মাথায় রেখে হোন্ডা তাদের আরও একটি স্কুটার বাজারে নামতে চলেছে। যার নাম হয়তো ইতিমধ্যে অনেকে শুনে থাকবেন – Honda Dio।

Advertisements

Honda Dio কোম্পানির দ্বিতীয় সর্বাধিক চাহিদা সম্পন্ন স্কুটার বলে মনে করা হয়। এর নতুন ২০২৩ মডেলটি প্রকাশ করা হয়েছে। নতুন ডিজাইন এবং ফিচারের সঙ্গে হোন্ডা ডিও ইতিমধ্যে বেশ আলোচনার মধ্যে রয়েছে। স্কুটারটিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক হোন্ডা ডিও ২০২৩-এর ফিচারগুলো সম্পর্কে।

Advertisements

ফ্যান-কুল্ড, ফোর স্ট্রোক, এসআই-ইঞ্জিন বেসের উপর নির্মিত, হোন্ডা ডিও ১০৯.৫১ সিসি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট রয়েছে স্কুটারে। এছাড়া এটি ৮ হাজার আরপিএমে ৭.৭৬ পিএস পাওয়ার এবং ৪ হাজার ৭৫০ আরপিএমে ৯ এনএম টর্ক উৎপাদন করতে পারবে। কম্বি ব্রেকিং সিস্টেমের সাথে ড্রাম ব্রেকযুক্ত ডিওতে একটি ৫.৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এর মাইলেজ ৫৫ কিলোমিটার এবং ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ হলে এটি ২৭০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে বলে কিছু ক্ষেত্রে দাবি করা হচ্ছে।

এছাড়া হোন্ডা ডিওতে উন্নত বৈশিষ্ট্য হিসাবে যুক্ত করা রয়েছে – সিট ওপেনিং সুইচ, সার্ভিস ডিউ, ইন্ডিকেটর, শাটার লক, স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ফুয়েল গেজ। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বড় সিট লেন্থ, পেপার ফিল্টার, পজিশন ল্যাম্প, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, এসিজি সহ সাইলেন্ট স্টার্টার, ইএসপি প্রযুক্তি, ফ্রন্ট পকেট, স্প্লিট গ্রাব রেল, স্টাইলিশ মাফলার প্রটেক্টর এবং থ্রি স্টেপ ইকো ইন্ডিকেটর।

Honda Dio

গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৯ মিমি এবং হুইল বেসের দৈর্ঘ্য ১২৬৯ মিমি। এলইডি হেডলাইট, টেইললাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, ডিসটেন্স টু খালি ইন্ডিকেটর এবং এভারেজ ফুয়েল ইকোনমি ইন্ডিকেটরও দেওয়া হচ্ছে। স্কুটারটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। হোন্ডা ডিও-র দাম ৭১,৩৪৩ টাকা (এক্স-শোরুম) এবং অন-রোড দাম ৭৭,৩৪৪ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisements