অশনি সংকেত দেখছে Flipkart Amazon! সরকারের অ্যাপে পাওয়া যাচ্ছে নিউমার্কেটের মতো সস্তা দাম

ক্রমে জনপ্রিয় হচ্ছে সরকারের ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) অ্যাপ। আগামী দিনে অ্যামজন, ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সংস্থাগুলোকে ভালো টক্কর দিতে চলেছে বলে অনেকের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ক্রমে জনপ্রিয় হচ্ছে সরকারের ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) অ্যাপ। আগামী দিনে অ্যামজন, ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সংস্থাগুলোকে ভালো টক্কর দিতে চলেছে বলে অনেকের অনুমান। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী এই পোর্টালে খুচরা অর্ডারের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার। গত ৯ জুলাই অ্যাপটিতে একদিনে ৩৫ হাজারের বেশি রিটেইল অর্ডার হয়েছে।

Advertisements

ওএনডিসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার দিল্লি এনসিআর-তে মোট ১১ হাজার রিটেইল অর্ডার করা হয়েছিল। বেঙ্গালুরুতে ৭ হাজার অর্ডার করা হয়েছিল এই দিনে। এর পরেই রয়েছে মুম্বই, হায়দ্রাবাদ এবং পুনে। যেখানে প্রতিটি শহর থেকে ২,৫০০ থেকে ৩,০০০ অর্ডার দেওয়া হয়েছে।

Advertisements

খাবার এবং মুদি দোকানের সামগ্রী ওএনডিসি অ্যাপ থেকে বেশিরভাগ অর্ডার করা হয়েছে এখনও পর্যন্ত। এ ছাড়া কৃষি সম্পর্কিত জিনিসগুলিও এই অ্যাপ থেকে অর্ডার করা হয়েছে। ওএনডিসি সরকার কর্তৃক তৈরি করা হয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এই অ্যাপ্লিকেশনটিতে সংযোগ করতে পারেন। ওএনডিসির সিইও টি কোশি বলেছেন, “আমাদের নেটওয়ার্ক খুব দ্রুত বাড়ছে। চলতি বছরের শেষ নাগাদ আমাদের অ্যাপ থেকে প্রতিদিন রিটেইল অর্ডারের সংখ্যা বেড়ে হবে ২ লাখ।”

কোশি বলেন, “ওএনডিসি অ্যাপে এখন শুধুমাত্র খুচরা ও কৃষিপণ্য সম্পর্কিত জিনিস বিক্রি হচ্ছে। তবে শীঘ্রই অন্যান্য আরও সামগ্রী এতে যুক্ত হবে। ব্যাংকিং এবং বিনিয়োগ সম্পর্কিত বিষয়গুলিও শীঘ্রই এর অংশ হবে।” উল্লেখ্য, ওএনডিসি অ্যাপ চালু হওয়ার ১ সপ্তাহের মধ্যে দৈনিক অর্ডারের সংখ্যা ১০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ৪০ শতাংশ দিল্লি, মুম্বই, কলকাতা ও ব্যাঙ্গালোরের মতো মেট্রো শহর থেকে। ওএনডিসি অ্যাপটি অনেক বেসরকারী ই-কমার্স সংস্থাকে চাপে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

Ondc app

সরকারের অনুমান, আগামী দুই বছরের মধ্যে দেশের অভ্যন্তরে ই-কমার্সের অনুপ্রবেশ ৯০ কোটি ক্রেতা ও ১২ লাখ বিক্রেতার মধ্যে ২৫ শতাংশে পৌঁছাবে। অনলাইন প্ল্যাটফর্মটি ৪৮ বিলিয়ন ডলারের পণ্যমূল্যে পৌঁছাবে। ব্যবসা করার খরচ কমাতে বড় ভূমিকা রাখছে এই অ্যাপ।

Advertisements