SBI এবং ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট, ফোন থেকেই করা যাবে বড় কাজ

সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে সুবিধা। ব্যাঙ্কিং ব্যবস্থা আগের থেকে হয়েছে অনেক উন্নত। লাইন দিয়ে টাকা তোলা কিংবা টাকা ট্রান্সফার করার দিন প্রায়…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে সুবিধা। ব্যাঙ্কিং ব্যবস্থা আগের থেকে হয়েছে অনেক উন্নত। লাইন দিয়ে টাকা তোলা কিংবা টাকা ট্রান্সফার করার দিন প্রায় শেষ। এবার টাকা লেনদেনের প্রক্রিয়া হল আরও সহজ। দেশের দুই বড় ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপডেট। যেটা শুনলে খুশি হবেন গ্রাহকরা।

Advertisements

জানা গিয়েছে দেশের বৃহত্তম SBI ব্যাঙ্ক এবং দেশের বৃহত্তম বেসরকারী ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য Rupay Credit Card থেকে UPI লেনদেনের সুবিধা প্রদান করতে চলেছে। এবার থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা তাদের রুপে ক্রেডিট কার্ডকে ইউপিআই অ্যাপের সাথে লিঙ্ক করিয়ে টাকা লেনদেন করতে পারবেন। উভয় ব্যাঙ্কের গ্রাহকরা তাদের রুপে ক্রেডিট কার্ড BHIM অ্যাপের সঙ্গে লিঙ্ক করার সুবিধা লাভ করবেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, BHIM অ্যাপের মাধ্যমে ১১টি ব্যাঙ্কের Rupay Credit Card লিঙ্ক করানো সম্ভব হবে।

Advertisements

চলতি বছরের শুরুতে RBI রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা চালু করেছিল। তবে পিয়ার-টু-পিয়ার লেনদেনের মতো পেমেন্টের সুবিধা এখনই গ্রাহকরা পাবেন না। ভীম অ্যাপ ছাড়াও Google Pay, Paytm, ফোনপের মতো জনপ্রিয় ইউপিআই অ্যাপ্লিকেশনগুলিতে নির্বাচিত ব্যাঙ্কগুলির রুপে ক্রেডিট কার্ড লাইভ রয়েছে।

UPI

ক্রেডিট কার্ড লিঙ্ক করানোর জন্য ভীম ইউপিআই অ্যাকাউন্ট খোলা জরুরি। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপশনে যেতে হবে। এখন থেকে পাবেন অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন। এরপরের ধাপে ক্রেডিট কার্ড যুক্ত করার সুবিধা চালু করতে পারবেন। এর জন্য ৬ টি সংখ্যা দিয়ে কার্ডের বৈধতা প্রমাণ করতে হবে। এর পরে আপনার ফোন নম্বরে একটি ওটিপি যাবে। এটি পূরণ করার পরে ইউপিআই পিন সেট করতে হবে। এবার নতুন পদ্ধতি টাকা লেনদেন করতে পারবেন আপনি।

Advertisements