ঘুরতে যেতে কে না ভালোবাসেন। অনেকে হয়তো বিদেশে ভ্রমণের ব্যাপারে উৎসাহ রয়েছে। কিন্তু বিদেশ তো দূরের কথা, আমাদের বৃহৎ দেশ ভারতের বেশিরভাগ জায়গায় সবার দেখা হয়ে ওঠে না। যার অন্যতম একটি কারণ, টাকা বা অর্থ। অর্থের অভাবে বেশিরভাগ মানুষ তার ভ্রমণের শখ পূরণ করতে পারেন না। সেখানে দাঁড়িয়ে বিদেশ ভ্রমণ অনেক দূরের কথা। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার নিজেকে বড়লোক বলে মনে হবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ বেশ কয়েকটি দেশে টাকার দাম মানে আমাদের দেশের মুদ্রার দাম সেই দেশের মুদ্রার দামের চেয়ে অনেক বেশি। সেহেতু সেই সমস্ত দেশে ঘুরতে গেলে টাকার জন্য সমস্যায় হয়তো পড়তে হবে না। এখন প্রশ্নটা হল কোন কোন দেশে গেলে আমরা নিজেদের বড়লোক বলে মনে করতে পারি? আসুন দেখে নেওয়া যাক।
শ্রীলঙ্কা- ভারতের খুব কাছে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রে টাকার দাম তিন গুণেরও বেশি। আমাদের এক টাকার দাম শ্রীলঙ্কান মুদ্রার ৩.৮০ SLR এর সমান।
ইন্দোনেশিয়া- প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়া। এখানে টাকার দাম হয়তো ভাবতেও পারছেন না কতো। ইন্দোনেশিয়ায় ভারতের ১ টাকা সেখানকার মুদ্রার ১৮৩.২৬ IDR এর সমান।
ভিয়েতনাম- এখানে টাকা আরও বেশি মূল্যবান। ভারতের ১ টাকা ভিয়েতনামের মুদ্রার ২৮৭.৬৮ VND এর সমান।
নেপাল- ভারতে লাগোয়া দেশ। এখানেও টাকার দাম বেশি। নেপালের মুদ্রায় ভারতের ১ টাকার দাম ১.৬০ NPR।
কম্বোডিয়া – অনেকেই এই দেশে ঘুরতে যেতে চান। প্রচুর প্রাচীন মন্দির আছে এখানে। এখানে ভারতের ১ টাকা কম্বোডিয়ার ৫০.১১ KHR এর সমান।

জাপান- জাপানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা কে না জানে। সেই সঙ্গে তাদের প্রযুক্তি। এখানেও ভারতের টাকা মূল্যবান। জাপানে ভারতের ১ টাকা সেখানকার মুদ্রার ১.৬৯ JPY এর সমান।
হাঙ্গেরি- এই দেশ হয়তো সবার ঘুরতে যাওয়ার উইশ লিস্টে থাকে না। চাইলে এখানে আসতে পারেন, কারণ ভারতীয় টাকা এই দেশেও বেশ দামী। ভারতের ১ টাকা এখানে ৪.১৭ HUF এর সমান।
দক্ষিণ কোরিয়া- এখন এই দেশটি বেশ উন্নতি লাভ করেছে এবং ঘুরতে যাওয়ার মতো সুন্দর কিছু জায়গা রয়েছে এখানে। ভারতের ১ টাকা এখানে ১৫.৬৮ KRW এর সমান।
কোস্টারিকা- মধ্য আমেরিকায় অবস্থিত কোস্টারিকা। সিনেমার অনেক শ্যুটিং হয় এখানে। ভারতের ১ টাকা এখানে ৬.৬৫ CRC এর সমান।
প্যারাগুয়ে- একটু কম চর্চিত দেশ। আশেপাশে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ। যেতেই পারেন এখানে। ভারতের ১ টাকা এখানে ৮৮.২৮ PYG এর সমান।







