সম্প্রতি সময়ে মুক্তি পাওয়া অন্যতম বোল্ড ওয়েব সিরিজ। যেখান মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রিধিমা তিওয়ারিকে। OTT প্ল্যাটফর্মে রিধিমা তিওয়ারি জনপ্রিয় নাম। তাই ঠিক কোন ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে সেটা জানার জন্য প্রতিবেদন একটু পড়তে হবে।
Walkman এবং Jism Aur Jajbat এর মতো একাধিক বোল্ড ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে রিধিমা তিওয়ারিকে। পর্দায় তার পারফরম্যান্স কেমন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আলোচনায় থাকা এই ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি। বাড়ির একজন কাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বলা বাহুল্য, অভিনয় নিয়ে কোনো কথা হবে না।
কথা হচ্ছে Ullu Originals এর অন্যতম বোল্ড ওয়েব সিরিজ Jalebi Bai সম্পর্কে। ইতিমধ্যে নেটিজেনদের অনেকেই হয়তো এই ওয়েব সিরিজটি দেখেছেন। যেখানে মুখ্য চিরত্রে অভিনয় করেছেন রিধিমা তিওয়ারি। কাজের মেয়ের রোলে করেছেন অভিনয়। পর্দার এই কাজের মেয়ে এমনই এক বাড়িতে কাজ করেছে যেখানে টাকাটাই সব।
বড়লোক বাড়ি। এমনকি এই কাজের মেয়ে চরিত্রটিও টাকা ছাড়া কিছু বোঝে না। তাই এক সময় সে বাড়ির কর্তারা সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ক্রমে অন্যান্য সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে এই চরিত্রকে। বাড়ির বাইরেও ঘনিষ্ট অবস্থায় দেখানো হয়েছে তাকে। একের পর এক প্যাঁচাল সম্পর্কে জড়িয়ে পড়ার পর কী হল এই কাজের মেয়েটির? জানতে হলে দেখতে হবে Ullu Originals এর অন্যতম বোল্ড ওয়েব সিরিজ Jalebi Bai।







