ঘরে খিল দিয়ে দেখতে হবে এই ওয়েব সিরিজ, ছোটরা ভুলেও এসব দেখো না

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েবসিরিজের সংখ্যা বেড়েছে। নতুন কোনো ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ হওয়ার পরেই মানুষের মধ্যে উৎসাহ থাকে তুঙ্গে। বোল্ড ওয়েন সিরিজের জন্য…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েবসিরিজের সংখ্যা বেড়েছে। নতুন কোনো ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ হওয়ার পরেই মানুষের মধ্যে উৎসাহ থাকে তুঙ্গে। বোল্ড ওয়েন সিরিজের জন্য রয়েছে ভালো দর্শক। সে কথা মাথায় রেখে নেট দুনিয়ায় রয়েছে বিভিন্ন OTT প্ল্যাটফর্ম। সিনেমা হলের পাশাপাশি ওটিটির প্রতি দর্শকদের আগ্রহ রয়েছে চোখে পড়ার মতো। লকডাউনের পরেও ওয়েব সিরিজের প্রতি কমেনি জনপ্রিয়তা। সম্প্রতি লঞ্চ হয়েছে অন্যতম হটেস্ট ও সাহসী সিরিজ Hello Mini Season 3। যার আগের সিজন দুটি মার্কেটে হিট করেছিল।

Advertisements

Hello Mini নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। এই ওয়েব সিরিজ মুক্তির পর থেকে একটি ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছিল। অনেকেই এই ওয়েব সিরিজ নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম সবথেকে বেশি আলোচিত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম Hello Mini ওয়েব সিরিজ।

Advertisements

এটি একটি রোমান্টিক-থ্রিলার ওয়েব সিরিজ। মিনি নামের এক তরুণী এই গল্পের মূল চরিত্র। নভোনেল চক্রবর্তী ও ক্রোকেটসের উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন ফারুক কবির। কলকাতা থেকে মুম্বাই পৌঁছানোর পর রিভানা m ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু ধর্ষকের কোনো কণ্ঠস্বর নেই, মুখ নেই, নাম নেই। অচেনা ব্যক্তি তাকে অনুসরণ করে। হয়রানির শিকার হয় গল্পের মুখ্য চরিত্র। ক্রমে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে। তার প্রতি অপরিচিত ব্যক্তির আসক্তির ফলস্বরূপ, তার এবং তার আশেপাশের লোকেরাও বিপদে পড়তে শুরু করে।

এমএক্স প্লেয়ারে এই ওয়েব সিরিজের তিনটি সিজন রয়েছে। চাইলে অ্যাপ ডাউনলোড করে দেখে নিতে পারেন। এটি ই৪এম প্লে অ্যাওয়ার্ডস ২০২০-এ সেরা থ্রিলার, হরর শো অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল।

Advertisements