Ullu Originals ওয়েব সিরিজ Blackmail নেটিজেনদের একাংশের মধ্যে এখনও জনপ্রিয়। মানুষ বারবার এটি শেয়ার করেছে। যার ফলে এই ওয়েব সিরিজের প্রচার হয়েছে দারুণ এবং ভিউজ বেড়েছে উত্তরোত্তর। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুরকে প্রধান চরিত্রে দেখতে পাবেন। ওয়েব সিরিজের প্রথম পর্বটি গত বছরের ২১ শে জুন মুক্তি পেয়েছিল Ullu App এ। গল্পের মূল বিষয় হল মায়ের এক বন্ধু তার ছেলেকে ব্ল্যাকমেইল করে এবং ক্রমে সেই ছেলে ও মায়ের বন্ধুটি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ব্ল্যাক মেইল ওয়েব সিরিজের গল্পটি বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে গিয়েছেন Ullu Originals ম্যানেজমেন্ট। ওয়েব সিরিজটি অতিব বোল্ড এবং মোটেও সবার সঙ্গে দেখার যোগ্য নয়। বয়স ১৮ বছরের বেশি হলে তবেই এই সিরিজটি দেখা শ্রেয়, নাহলে একদম নয়।
ওয়েব সিরিজে দেখানো হয়েছে এক অসুখী দম্পতিকে। যাদের পক্ষে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া সেই মুহূর্তে আর সম্ভব হচ্ছিল না। তাদের ১৯-২০ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। এই মহিলার এক বন্ধু তাকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার পরামর্শ দেয়।
গল্পে মোড় আসে যখন দেখা যায় এই মহিলার প্রায় ২০ বছর বয়সী ছেলেটি সোফায় শুয়ে কোনো ভিডিও দেখছে। মহিলার বন্ধু ঘরে উঁকি দিয়ে বিষয়টি দেখে ফেলে। বলা বাহুল্য খুব একটা প্রীতিকর সেই দৃশ্য নয়। যার পরে সে এই ছেলেটি কোনও বিষয়ে তার মাকে কিছু না বলার জন্য ব্ল্যাকমেইল করতে শুরু করে। এই সুযোগে সেই মেয়েটি তাকে একা বাড়িতে ডেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেই ছেলেটির মা কি পরে জানতে পেরে গিয়েছিলেন এই সম্পর্কের কথা? কিংবা এরপর কী করলেন সেই অসুখী স্বামী? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে Ullu Originals এর Web Series Blackmail।







