করোনা অতিমারি বদলে দিয়েছে আমাদের জীবনযাত্রার কিছুটা। লকডাউন ওঠার পরেও কিছু জিনিস রয়েই গিয়েছে। যেমন বাড়ি বসে অফিসের কাজ করার অভ্যাস। লকডাউন শুরু হওয়ার আগে পর্যন্ত আমরা অনেকেই হয়তো জানতাম না ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা আসলে কি। এখন জানি। অনেকেই হয়তো অফিসে গিয়ে কাজ করার থেকে বাড়ি বসে কাজ করাকে অনেকে প্রাধান্য দিচ্ছেন। যারা বাড়ি বসে ভালো টাকা উপার্জন করতে চান তাদের জন্য ভালো সুযোগ রয়েছে। OYO এর পক্ষ থেকে অফার করা হচ্ছে চাকরি ।
OYO দক্ষিণ এশিয়ার বৃহত্তম হোটেল চেইন। এদের ওয়ার্ক ফ্রম হোম জবের মাধ্যমে ঘরে বসে প্রতি মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে বেতন লাভ করতে পারেন। OYO সময় মতো অর্থ প্রদান করে এবং কাজের সময় অ্যাডজাস্ট করা যায়। আপনি যে কোনো সময় এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতার মানদণ্ড:-
- OYO ক্যারিয়ারে গিয়ে জন্য আবেদন করতে পারেন।
- যারা নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন তারাও করতে পারেন আবেদন।
- প্রার্থীদের ইংরেজি বলার পাশাপাশি লেখালেখিতে দক্ষ হতে হবে।
OYO Rooms চাকরির জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি:-
- প্রতিষ্ঠানের অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে।
- ক্যারিয়ার অপশনে ক্লিক করুন।
- এবার যান সার্চ জব অপশনে।
- প্রদর্শিত তালিকা থেকে উপযুক্ত লিঙ্কটি বেছে নিন।
- পোস্ট সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ পড়ে নিন।ভবিষ্যতের রেফারেন্সের জন্য যথাযথভাবে পূরণ করা অনলাইন আবেদন ফর্মের হার্ড কপি পেয়ে যান।
- শেষ তারিখের আগে স্ক্যান করা ডকুমেন্টে সঠিক তথ্য পূরণ করে জমা দিন।







