অজান্তে ভুলভাবে আধার কার্ড ব্যবহার করে ফাঁপরে পড়ছে সাধারণ মানুষ! এই ৫টি জিনিস থেকে খুব সাবধান

আধার কার্ড দেশের সব জায়গায় জরুরি নথি হিসেবে বিবেচিত হয়। দেশের একজন নাগরিক হিসেবে আধার কার্ড একজন সাধারণ মানুষের প্রাথমিক প্রমাণ। অথচ জরুরি এই কার্ড…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আধার কার্ড দেশের সব জায়গায় জরুরি নথি হিসেবে বিবেচিত হয়। দেশের একজন নাগরিক হিসেবে আধার কার্ড একজন সাধারণ মানুষের প্রাথমিক প্রমাণ। অথচ জরুরি এই কার্ড নিজেদের অজান্তে ভুল ভাবে ব্যবহার করে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। এমন পাঁচটি কাজ রয়েছে যা নিজের অজান্তেই হয়তো অনেক করে ফেলেন। এখন থেকে সাবধান হয়ে যান। জেনে নিন আপনিও এই একই ভুল করেছেন কি না।

Advertisements

আধার কার্ড যেহেতু জরুরি নথি তাই এর তথ্য কারও সঙ্গেই দুম করে শেয়ার করা উচিৎ নয়। এমনকি সরকারি ওয়েব সাইট ছাড়া অন্য কোথাও আধার সংক্রান্ত তথ্য প্রদান খুবই ঝুঁকির ব্যাপার।

Advertisements

১) আধার কার্ডের OTP কখনোই শেয়ার করা উচিৎ হবে না। একান্তই যদি আধার সংক্রান্ত কোনো তথ্য জানতে হয় তাহলে লিঙ্ক করা ফোন নম্বরের সাহায্যে স্ক্যান করে জেনে নেওয়া যেতে পারে।

২) অনলাইন মাধ্যমে যে কোনো ওয়েব সাইট থেকে আধার কার্ড ডাউনলোড করা খুব ঝুঁকির হতে পারে। এই কাজের জন্য একমাত্র ভরসার জায়গা UIDAI। কোনো কারণে অন্য কোনো ওয়েব সাইটে আধার কার্ড সংক্রান্ত তথ্য প্রদান করে থাকলে সেটা মুছে ফেলুন।

Aadhaar Card

৩) ভুল কোনো কাজে আপনার আধার কার্ড কাজে লাগানো হয়েছে কি না সেটা খুব সহজে জেনে নিতে পারবেন। আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করলে আধার কার্ড ব্যবহারের বিষয়ে তথ্য পাওয়া যায়। আধার কার্ড ব্যবহার করার তারিখ, সময় সবটাই জানা যাবে সরকারী ওয়েব সাইটের মাধ্যমে।

৪) বায়োমেট্রিক লকের ব্যবহার শিখে নিন দ্রুত। নিজের আধার সুরক্ষিত রাখতে এই সুবিধাটি জেনে রাখা জরুরি। ১৬ ডিজিটের ওই কোড নম্বরের সাহায্যে আপনার আধার কার্ড লক কিংবা আনলক করতে পারবেন।

৫) অবশ্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক করিয়ে নিন। যে নম্বরটা ব্যবহার করেন সেই নম্বরটা দিয়েই লিঙ্ক করাবেন ।

Advertisements