জিও সময়ে সময়ে তার রিচার্জ প্ল্যান আপডেট করতে থাকে। গ্রাহকদের যুক্ত রাখার জন্য জিওর এই বিজনেস পলিসি। দেশের বৃহত্তম এই টেলিকম সার্ভিস প্রোভাইডারের অফার করে কিছু দুর্দান্ত ফ্যামিলি প্যাক। যার সাহায্যে পরিবারের সবাই উপকৃত হতে পারেন। জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যান সম্পর্কে আরো একটু বিশদে জানানোর জন্যই আমাদের এই প্রতিবেদন।
জিও প্লাস পোস্ট পেইড প্ল্যান:- জিওর এই প্ল্যান শুরু হয় ৩৯৯ টাকার প্রাথমিক মূল্যে। আপনি এই প্ল্যানে ৩ টি অ্যাডিটিভও যুক্ত করতে পারেন অর্থাৎ এক রিচার্জে ৪ জনকে যুক্ত করা যেতে পারে। জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যানটি ৩৯৯ এবং ৬৯৯ টাকায় চালু করা হয়েছিল। এতে আপনাকে পরিবারের প্রতিটি সদস্যকে যুক্ত করার জন্য আলাদাভাবে ৯৯ টাকা দিতে হবে। পরিবারের সর্বাধিক আরও তিনজনকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করতে পারেন। এভাবে একই রিচার্জ প্ল্যানে ৪ জন মেম্বার যুক্ত হতে পারবেন।
জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যান:- এই রিচার্জ প্ল্যান শুরু হয় ৩৯৯ টাকার দিয়ে। যার মধ্যে ১ মাস ট্রায়াল একেবারে ফ্রি দেওয়া হয়। এতে আপনি আনলিমিটেড কল এবং ৫জি ইন্টারনেট পাবেন। এই রিচার্জ প্ল্যানের আওতায় আপনাকে ৭৫ জিবি ডেটাও দেওয়া হবে। যদি আপনি এই প্ল্যানটি শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করেন তবে আপনাকে মাসিক মাত্র ৩৯৯ টাকা দিতে হবে। আপনি যদি টাকার জিও ফ্যামিলি প্ল্যানের রিচার্জ ব্যবহার করেন তবে আপনি এতে আপনার পরিবারের যে কোনও সদস্যকে যুক্ত করতে পারেন। একজন সদস্য যুক্ত করার জন্য আপনাকে আলাদাভাবে ৯৯ টাকা ফি দিতে হবে
কীভাবে চালু করবেন জিওর এই প্ল্যান?
- হোয়াটসঅ্যাপে যে নম্বরটি ব্যবহার করছেন তা থেকে 70000 70000 নম্বরে একটি মিসড কল দিন।
- আপনি একটি WhatsApp মেসেজ পাবেন।
- সিকিউরিটি ডিপোজিটে সংক্রান্ত সঠিক বিকল্পটি সিলেক্ট করুন।
- পোস্টপেইড সিমের জন্য ফ্রি হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
- হোম ডেলিভারির সময় পরিবারের ৩ জন সদস্যের জন্য একটি সিম দাবি করুন।
- এখন ৯৯/- টাকা সিম অনুযায়ী প্রসেসিং ফি পরিশোধ করুন।
- একবার মাস্টার সিম সক্রিয় হয়ে গেলে মাই জিও অ্যাপের মাধ্যমে পরিবারের বাকি ৩ জন সদস্যকে যুক্ত করুন।
এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় ফিচার হল আপনি যদি ৪টি সিম চালান এবং আপনাকে ৯০ জিবি ডেটা দেওয়া হয়, তাহলে আপনি একাই এই ডেটা ব্যবহার করতে পারবেন।