OYO রুম থেকে তুলে নিয়ে গেল পুলিশ! প্রেমিকা নিয়ে থাকার নিয়ম কী?

দেশের জনপ্রিয়তা হোটেল চেইন বিজনেস OYO। হোটেল, রিসর্ট, হোম স্টে সবই রয়েছে এক ছাতার তলায়। ট্যুরিস্টরা ওয়ো রুম বেশ পছন্দ করেন। কাজে গিয়ে বা কোথাও…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশের জনপ্রিয়তা হোটেল চেইন বিজনেস OYO। হোটেল, রিসর্ট, হোম স্টে সবই রয়েছে এক ছাতার তলায়। ট্যুরিস্টরা ওয়ো রুম বেশ পছন্দ করেন। কাজে গিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে থাকার প্রয়োজন হলে এখানে ঘর ভাড়া নিয়ে থাকেন অনেকে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও OYO বেশ জনপ্রিয়।

Advertisements

সাধারণ হোটেলের থেকে এই সংস্থার আওতায় থাকার হোটেলের চাহিদা হয়তো একটু বেশি। তবে এখানেও থাকার কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে অবিবাহিত যুগলদের জন্য। অনেকে অবিবাহিত প্রেমিক প্রেমিকা ঘুরতে যান এক সঙ্গে, প্রয়োজনে ঘর বুক করে থেকেও যান। সেক্ষেত্রে পছন্দের তালিকার ওপরের দিকে থাকে OYO রুম। পছন্দ অনুযায়ী বিভিন্ন রেঞ্জের ঘর পাওয়া যায় এখানে।

Advertisements

সম্প্রতি এমনটা শোনা গিয়েছে, হোটেল থেকে অবিবাহিত যুবক যুবতী আটক করেছে পুলিশ। তাহলে কি হোটেলের ঘরে থাকতে পারেন না অবিবাহিত প্রেমিক প্রেমিকারা? অনেকের মনে ঘোরে এই প্রশ্ন। আসলে তেমনটা না। কিছু নিয়ম বজায় রাখলে অবিবাহিত দম্পতি হলেও থাকা যায়। নিয়ম না মানলে প্রশাসনের নজরে পড়ে যেতে পারেন। কী কী নিয়ম মেনে চলা জরুরি?

Oyo

দুজনের সম্পত্তিতে হোটেলে থাকার আগে বয়স দেখে নিতে হবে। দুজনের মধ্যে কারও বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে থাকার নিয়ম নেই। হোটেল কর্মীরাও নিরাপত্তার কথা মাথায় রেখে এরকম অতিথিকে ঘর দিতে ঢান না। দ্বিতীয় বিষয় হল পরিচয় পত্র। যেখানেই যান না কেন বৈধ পরিচয় পত্র সঙ্গে রাখা জরুরি। সঙ্গে সরকারি স্বীকৃত বৈধ পরিচয় পত্র না থাকলে কোনো হোটেলে থাকার নিয়ম নেই। পুলিশ জানতে পারলে ব্যবস্থা নিতে পারে।

Advertisements