মার্কেটে এখন একের পর এক বাইক। কোনটা ছেড়ে যে কোনটাকে নেবেন সেটা ঠিক করাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রতিটি টু-হুইলার নির্মাতা বাইক কোম্পানি তাদের নিজস্ব কিছু লিজেন্ডারি বাইক লঞ্চ করেছে ইতিমধ্যে। হিরোর কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগের মতো আজও ভালোই বিক্রি হয় হিরো কোম্পানির বাইক। জনপ্রিয়তা এবং বিক্রয় পরিসংখ্যান বিবেচনা করে হিরো এবার আরও একটি নতুন স্পোর্টস বাইক লঞ্চ চলেছে বলে মনে করা হচ্ছে। এবার হিরো তার নতুন Hero Hunk Updated মডেল লঞ্চ করার ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
Hero Hunk Updated মডেলটি খুব শীঘ্রই অটো সেক্টরে প্রবেশ করতে চলেছে। এর লুক ও ডিজাইন দেখে সবার চোখে তাক লাগতে চলেছে। এর লুক এত বেশি স্পোর্টিং টাচ দেওয়া হয়েছে যে অ্যাপাচেও এর কাছে হার মানতে বাধ্য হবে। চলুন জেনে নেওয়া যাক এই বাইক টি সম্পর্কে বাকি তথ্য। হিরোর এই স্পোর্টস বাইক অর্থাৎ হিরো হাঙ্ক আপডেটেড মডেলের দাম কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখা হচ্ছে। এর এক্স-শোরুম প্রাইস পড়তে পারে প্রায় ৯০ হাজার টাকা। অন রোড প্রাইস আরও একটু বেশি হবে।
মনে করা হচ্ছে হিরো হাঙ্ক আপডেটেড মডেলে থাকতে পারে ১৪৯ সিসি বিএস ৬ ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএম-এ ১৫ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারবে। এ ছাড়া সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক পাওয়া যাবে। এই ইঞ্জিনটি এয়ার কুল্ড সিস্টেমে কাজ করবে। প্রতি লিটারে ৬০ থেকে ৬৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে।

আপডেটেড Hero Hunk বাইকে নেভিগেশন, রাইডিং মোড, মোবাইল কানেক্টিভিটি, ডুয়েল চ্যানেল এবিএস সহ ডিজিটাল স্পিডো মিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইঞ্জিন অফ অন বাটন ও প্রযুক্তি থাকবে বলে আশা করা হচ্ছে। সম্ভাবনা বাস্তবে মিলে গেলে ভারতীয় বাইক বাজারে ব্লকবাস্টার হতে পারে নতুন Hero Hunk।







