খাস বাংলায় হাজার হাজার চাকরির সুযোগ, জেনে নিন কোথায় কতো নিয়োগ

রাজ্যে বেকারত্ব সমস্যা মেটাতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন দফতরে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। ভাবনা বাস্তবায়িত করতে পারলে হাজার হাজার…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রাজ্যে বেকারত্ব সমস্যা মেটাতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন দফতরে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। ভাবনা বাস্তবায়িত করতে পারলে হাজার হাজার মানুষ চাকরি পেয়ে মুক্তি পাবেন বেকারত্ব থেকে। বিভিন্ন দফতরে নিয়োগ করার ব্যাপারে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

Advertisements

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, প্রায় সাড়ে আট হাজার সরকারি চাকরির পদে নতুন কর্মী নিয়োগ করার কথা ভেবেছে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন পদে করা হতে পারে নিয়োগ। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে আড়াই হাজার কর্মীকে। রাজ্যের কর্মী বর্গ দফতরে প্রায় ৪৫০ জনকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে জায়গা দেওয়া হতে পারে। স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেলথ অফিসারের জন্য নিয়োগ করা হতে পারে ৫৪৬৮ জনকে। সপ্তাহের শুরুতে ডাকা বৈঠকে রাজ্য সরকার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Advertisements

সরকারি পদে নিয়োগ করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে শিল্প সম্প্রসারণের ব্যাপারেও জরুরি কিছু আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে রয়েছে পর্যটনের মান আরও উন্নত করার জন্য নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ। মালদা জেলার গাজলে বেসরকারিভাবে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ । এক্ষেত্রে ২৮ একরের বেশি জমি বরাদ্দ করতে পারে রাজ্য সরকার।

Government job

প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপে বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে বলে খবর। কোন দফতরে কতজন কর্মী কাজ করছেন সেই সংখ্যাও জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হঠাৎ কেন এমনটা জানতে চাইছে সরকার? সে ব্যাপারেও উঠছে প্রশ্ন।

Advertisements