বাড়ি বসে অপমান সহ্য না করে শুরু করে দিন এই ব্যবসা, রোজ অন্তত ১০০০ টাকা কামাবেন

সবার বাবা মা আজীবন তাদের সন্তানদের ঘরে বসিয়ে খাওয়াতে পারেন না। একটা সময় পর ছেলেমেয়েদের নিজের উপার্জনের পথ খুঁজে নিতে হয়। এই বাজারে সবার পক্ষে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সবার বাবা মা আজীবন তাদের সন্তানদের ঘরে বসিয়ে খাওয়াতে পারেন না। একটা সময় পর ছেলেমেয়েদের নিজের উপার্জনের পথ খুঁজে নিতে হয়। এই বাজারে সবার পক্ষে চাকরি পাওয়া খুবই কঠিন ব্যাপার। যারা চাকরি পাচ্ছেন না তাদের কেউ কেউ হয়তো বাড়িতে রোজ অপমানিত হচ্ছেন। একটা বিষয় মাথায় রাখুন। চাকরি না করেও কিন্তু উপায় করা যায়। সেটা হল ব্যবসা। কম বাজেটে ব্যবসা শুরু দিন, আর মোটা লাভ পান মাসের শেষে। কীভাবে? সেটাই বলা রইল এই প্রতিবেদনে।

Advertisements

ময়দা মিল ব্যবসা সত্যিই একটি ভাল এবং লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে। অল্প জায়গার মধ্যে প্রাথমিকভাবে এই ব্যবসা শুরু করা যেতে পারে। পুঁজিও খুব বেশি প্রয়োজন হয় না। ব্যবসা বড় হওয়ার পর আরও বিনিয়োগ করলে করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে একটি ভাল মানের ময়দা মিল মেশিন কিনতে হবে। এটা সহজেই পাওয়া যাবে।

Advertisements

ব্যবসা সফল করার জন্য আপনাকে চমৎকার মানের ময়দা সরবরাহের দিকে মনোনিবেশ করতে হবে। যাতে লোকেরা আপনার মিলের ময়দা কিনতে আকৃষ্ট হয়। এর পাশাপাশি ঠিকঠাক পরিকল্পনা, আর্থিক দিকে খেয়াল রাখা এবং মনোযোগ সহকারে পরিষেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সচেষ্ট হওয়া জরুরি। সব ভাবনা মাফিক চললে আপনি এই ময়দা মিল ব্যবসার মাধ্যমে ঘরে বসেই ভাল আয় করতে পারেন।

flour Mill

প্রাথমিকভাবে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। কীরকম ময়দা মিল কিনতে চাইছেন সেটার ওপর প্রাথমিক খরচা অনেকটা নির্ভর করে। এই ব্যবসায় সাফল্য পেয়ে আপনি সহজেই ঘরে বসেই প্রতিদিন এক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এই ব্যবসা বাজারে বা আপনার বাড়িতে শুরু করতে পারেন। ভাল মানের ময়দা এবং গ্রাহকদের ভালো পরিষেবা দিলে আরো ভালো ফল লাভ করতে পারেন। এমনও দিন যেতে পারে যখন দৈনিক আয় হতে পারে এক হাজার টাকার বেশি।

Advertisements