নামমাত্র টাকায় ৩০০ কিলোমিটার মাইলেজ, জেনে নিন কবে লঞ্চ হচ্ছে TATA Nano ইলেকট্রিক

বাজারে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সকলেই সমস্যায় পড়েছেন। বিশেষত মধ্যবিত্ত এবং গরীবরা। যার ফলে অনেকেই তেল চালিত গাড়ির দিকে না তাকিয়ে বৈদ্যুতিক যানবাহনের দিকে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাজারে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সকলেই সমস্যায় পড়েছেন। বিশেষত মধ্যবিত্ত এবং গরীবরা। যার ফলে অনেকেই তেল চালিত গাড়ির দিকে না তাকিয়ে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। যার ফলে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে টাটা তাদের সবথেকে সস্তা গাড়ি ন্যানো-র বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইতিমধ্যে।

Advertisements

টাটার পক্ষ থেকে Nano Ev সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।তবে অনেকের অনুমান নতুন ন্যানো নিয়ে তলেতলে কাজ শুরু করে দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস। সবাইকে চমকে দিয়ে হয়তো বাজারে নামানো হবে Nano ইলেকট্রিক।

Advertisements

আশা করা হচ্ছে , আসন্ন টাটা ন্যানো ইলেকট্রিক ৭২ ভি পাওয়ার প্যাক সরবরাহ করতে পারে। এর টপ স্পিড হতে পারে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত। নতুন ন্যানো ইলেকট্রিকের আকর্ষনীয় দিক হতে পারে এর মাইলেজ। একবার ফুল চার্জ দিলে ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হতে পারে এই গাড়ি। অনেকেই মনে করছেন যে এর বৈদ্যুতিক সংস্করণের দামও কম হবে। এটি বৈদ্যুতিক গাড়ির মধ্যে সবচেয়ে সস্তা গাড়ি হতে পারে। এর দাম হতে পারে প্রায় ৫ লাখ টাকা।

TATA nano ev

তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে একে গুজব বলে আখ্যায়িত করা হচ্ছে। টাটা ন্যানো ইলেকট্রিক লঞ্চ করার বিষয়ে কোম্পানি এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে অনেকের বিশ্বাস, লঞ্চের ব্যাপারে খুব তাড়াতাড়ি বড় কোনো আপডেট পাওয়া যেতে পারে। নতুন টাটা ন্যানো ইলেকট্রিক যদি সত্যি লঞ্চ করা হয়, তাহলে সেটা সরাসরি MG Comet এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisements