খাঁটি দেশি জুগাড়, দুরন্ত চুটছে কাঠ-টিন ভাঙা-বাইকের মোটর দিয়ে তৈরি আস্ত একটা গাড়ি

ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকা উচিৎ নয়। আমাদের দেশের জুগাড় এখন বিশ্ব বিখ্যাত। ভারতীয়দের জুগাড় নিয়ে কতইনা ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকা উচিৎ নয়। আমাদের দেশের জুগাড় এখন বিশ্ব বিখ্যাত। ভারতীয়দের জুগাড় নিয়ে কতইনা ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জুগাড় পদ্ধতি অবলম্বন করে তৈরি করা হয়েছে আস্ত একটা গাড়ি। সেই গাড়ি দিব্যি ছুটে চলেছে তার যাত্রীদের নিয়ে।

Advertisements

যানবাহনের ক্ষেত্রে অনেক পরীক্ষা-নিরীক্ষা হামেশা চলে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর কেড়েছে একটি গাড়ি। এই গাড়ি তৈরি হয়েছে বিভিন্ন ভাঙাচোরা অংশকে এক সঙ্গে জুড়ে। এর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক দেশি গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এই ক্যাটাগরিতে ভাইরাল হল আরও একটি ভিডিও।

Advertisements

নীরজ (@being_happyyy) নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে ক্লিপটি পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা আছে- “দেশি জুগাড় নাকি দেশি উদ্ভাবন?” ২৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন ছেলে ও দুই কিশোর জুগাড়ের তৈরি গাড়িতে বসে দিব্যি তাদের রাইড উপভোগ করছে। প্রথমে ঝলকে গাড়িটি দেখলে আপনার মন দুলে উঠতে পারে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে, জুগাড় গাড়িটি অন্য একটি মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে একটি বাইকের ইঞ্জিন লাগানো আছে। একই সঙ্গে স্টিয়ারিংয়ে দেওয়া হয়েছে চমৎকার ডিজাইন। এ ছাড়া কাঠ, পুরাতন টিন ফিটিং করে গাড়ির বডি ডিজাইন করা হয়েছে।

গত ২৭ জুলাই পোস্ট করা ভিডিওটিতে মানুষ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছে ক্রমাগত। ইতিমধ্যে এটি হাজার হাজার লাইক পেয়েছে। তবে এ ধরনের গাড়ি নিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার লোকেরা ভারতীয় জুগাড় দেখে বিস্মিত। এই জুগাড় গাড়ি সম্পর্কে আপনার কী মত? দেখুন বাকিদের সঙ্গে আপনার মতামত মেলে কি না।

Advertisements