১ লাখের অনেক কমে TVs-এর বাইক, ফিচার-মাইলেজ শুনে Pulsar-এর দিকে আর ফিরেও তাকাবেন না

TVs বনাম Bajaj, এই প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে সব সময়। সম্প্রতি শোনা জাদ্ধে, Bajaj Pulsar- কে টেক্কা দিতে নতুন একটা জবরদস্ত বাইক এনেছে Tvs। যার নাম…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

TVs বনাম Bajaj, এই প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে সব সময়। সম্প্রতি শোনা জাদ্ধে, Bajaj Pulsar- কে টেক্কা দিতে নতুন একটা জবরদস্ত বাইক এনেছে Tvs। যার নাম – TVS Raider 125 । আধুনিক ফিচারের সঙ্গে সাধারণ মানুষের দরকারী দিকের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাইক।

Advertisements

TVS Raider 125-কে দেওয়া হয়েছে স্পোর্টি লুক। অনেকে বলছেন যে এই মোটরসাইকেলটি দেখতে অ্যাপাচির মতো। বাইকের নতুন হেডল্যাম্পগুলো রাইডারকে আলাদা পরিচয় দেয়। ১২৫ সিসির এই মোটরসাইকেলটি রাস্তায় সকলের চোখে পড়ার মতো। বাইকে থাকছে নতুন ফুল এলইডি ইউনিটটি। এর সঙ্গে এর দেওয়া হচ্ছে বড় আকারের ফুয়েল ট্যাঙ্ক। দীর্ঘ পথের ক্ষেত্রেও খুব একটা অসুবিধা করবে না এই বাইক।

Advertisements

টিভিএস-এর এই বাইকটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। নতুন টিভিএস রাইডারে রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.৩৮ পিএস পাওয়ার এবং ১১.২ নিউটন মিটারের পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। থাকছে একটি ৫ স্পিড গিয়ারবক্স। ইকো মোডে প্রায় ৯৪ কিলোমিটার এবং পাওয়ার মোডে ১০৪ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ গতিতে ছুটতে পারে রাইডার। কোম্পানির পক্ষ থেকে দাবি, এটি প্রতি লিটারে ৬৭ কিলোমিটার মাইলেজ দেবে।

TVS Raider 125

কল ও এসএমএস অ্যালার্ট, নেভিগেশন, ডিজি লকার এবং অ্যাপ ভিত্তিক ফিচারের মতো অনেক ফিচার থাকবে। এই ফুয়েল ট্যাঙ্কের কাছে একটি চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, যাতে রাইডার তার মোবাইল ফোন চার্জ করার সুযোগ পান। টিভিএস রাইডার ১২৫ এর দাম শুরু হচ্ছে ৭৭,৫০০ টাকা থেকে এবং ৮৬,৪৩৭ টাকা পর্যন্ত। টিভিএস রাইডারের টপ ভ্যারিয়েন্টের দাম ৮৬,৪৬৯ টাকা।

Advertisements